বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর প্লেয়ারদের চোরের কারণে যথেষ্ট সমস্যায় পড়েছে ভারতীয় দল। ঋষভ পন্থ থেকে শুরু করে শুভমন গিল, চোটের হাত থেকে রেহাই পেয়েছেন খুব কম সংখ্যক প্লেয়ার। চলতি বছর টিম ইন্ডিয়ার চোটগ্রস্ত খেলোয়াড়দের তালিকায় একেবারে শুরুর দিকে নাম রয়েছে ভারতের সাইলেন্ট হিরো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের এক ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে জোরালো চোট লাগে তাঁর। তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে। এরপর থেকে একের পর পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা চললেও এখনও পর্যন্ত পুরোপুরি চোট আঘাত কাটিয়ে উঠতে পারেননি আইয়ার। তাহলে কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না শ্রেয়স?
নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন না আইয়ার?
আগামী, 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই আসরের জন্য দল নির্বাচন এখনও করে উঠতে পারেনি টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি। সেই পর্ব মিটলেই প্রকাশিত হবে ভারতীয় স্কোয়াড। এখন প্রশ্ন, কিউইদের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন আইয়ার? প্রথমদিকে শোনা গিয়েছিল, আইয়ার হয়তো খুব শীঘ্রই বিজয় হাজারের পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজও ফিরতে পারেন। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় চোটের কারণে এক ধাক্কায় 6 কেজি ওজন কমে গেছে খেলোয়াড়ের।
অবশ্যই পড়ুন: কোমায় ড্যামিয়েন মার্টিন, মৃত্যুর সাথে লড়াই করছেন দু’বারের বিশ্বকাপজয়ী
তবে চিকিৎসক মহল সূত্রে খবর, আইয়ার শারীরিকভাবে আপাতত সুস্থ। তবে পাঁজর ও প্লীহার চোট গুরুতর হওয়ায় তা এখনও পর্যন্ত পুরোপুরি সরেনি। কাজেই আইয়ারের মাঠে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের পুরোপুরি ফিট হয়ে উঠতে জানুয়ারির 9 থেকে 10 তারিখ হয়ে যেতে পারে। এদিকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে 11 জানুয়ারি থেকে। কাজেই শেষ পর্যন্ত সম্পূর্ণ ফিট হয়ে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ আইয়ার খেলতে পারবেন কিনা তা নিয়ে আপাতত সংশয় থাকছেই।
অবশ্যই পড়ুন: মহম্মদ শামিকে নিয়ে মত বদলাবে BCCI, টিম ইন্ডিয়ায় ফিরবেন কবে?
আইয়ারের বদলি হিসেবে ভারতীয় দলে জায়গা খুঁজে নিতে পারেন এই প্লেয়ার
কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ভারতের তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কওয়াড়ের। সেই আসরের দ্বিতীয় ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে নেমে 83 বলে 105 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। একাধিক সূত্র মারফত খবর, আইয়ার যদি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজের আগে ফিট হয়ে উঠতে না পারেন সে ক্ষেত্রে এই সাইলেন্ট হিরোর বদলি হিসেবে কিউই সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়ে যেতে পারেন CSK এর স্টার প্লেয়ার। এক কথায়, আইয়ারের দলে না ফেরাটা ভারতের জন্য যথেষ্ট খারাপ খবর হবে…