প্রীতি পোদ্দার, কলকাতা: নিউটাউনের বস্তিতে বিধ্বংসী আগুন লাগার পর এবার কাঁকুড়গাছিতে ঘটল ভয়ংকর এক দুর্ঘটনা (Massive Fire In Kankurgachi)। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে হওয়া বিস্ফোরণ থেকে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায় এলাকায়। একের পর এক সিলিন্ডার উড়ে আসে। ২ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। রাত আড়াইটে থেকে টানা বিস্ফোরণের জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। শেষে দমকলবাহিনী আসলে কোনরকমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একই দিনে পরপর দুটি অগ্নিকাণ্ড
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বুধবার রাতে নিউটাউনের ইকো পার্কের কাছে ঝুপড়িতে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে প্রথমে ৪টি এবং পরে আরও ৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। এদিকে ওই একই সময়ে তিলোত্তমার বুকে কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায় অক্সিজেন সিলিন্ডারের একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগে যাওয়ায় রণক্ষেত্রের চেহারা নিল গোটা অঞ্চল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় দুই কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যাচ্ছিল।
একাধিক সিলিন্ডার ফেটেছিল গোডাউনে
জানা গিয়েছে, কাঁকুড়গাছির লোহাপট্টির ১৫০ ঘোষবাগান লেন রয়েছে একটি মেডিক্যাল অক্সিডজেন সিলিন্ডারের গোডাউন, সেখানেই ভয়াবহ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা রাত আড়াইটে নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান। তারা বেরিয়ে দেখেন, এলাকার অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছে। একের পর এক সিলিন্ডার ফাটার আওয়াজ আসছে। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “কম করে ১০০টারও বেশি সিলিন্ডার ফাটার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছিল যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।” কয়েকশো মিটার দূরের একটি বাড়িতে উড়ে পড়েছিল একটি সিলিন্ডার। রাস্তার উপরও ছিটকে পড়ছিল জ্বলন্ত সিলিন্ডার, রীতিমত ভয়ংকর অবস্থা গোটা এলাকা জুড়ে।
আরও পড়ুন: বাংলা জুড়ে সোনার খনি, বদলে যাবে ভারতের চিত্র! কোথায় কোথায় মিলল হলুদ ধাতুর সন্ধান?
কাঁকুড়গাছির ভয়াবহ বিস্ফোরণ একটি জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পাশের একটি সুতোর কারখানায় গিয়ে পড়েছিল, যার ফলে সেই কারখানাতেও আগুন লেগে যায়। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় তাঁরা। একে একে মোট ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। সঙ্গে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পরেই দেখা যায় দোকানের চাল উড়ে গিয়েছে। স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডেও ঘটনাস্থলে এসেছেন। ওই গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে প্রশাসন।
Grabbed the Happy Ace Casino APK from here. No problems so far. Seems legit: happyacecasinoapk