নিউ ইয়ারে হামলার ছক? রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করল পুলিশ

Rajasthan Explosive Seizure with 150 kg Ammonium nitrate

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্ষবরণে হামলার ছক ছিল রাজস্থানে? রাজ্যটির টঙ্কয় একটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই বিপুল বিস্ফোরক উদ্ধার করে পুলিশ (Rajasthan Explosive Seizure)। সূত্রের খবর, ওই গাড়িতে 150 কেজি বিস্ফোরক মজুত ছিল বলেই অনুমান করা হচ্ছে। যেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে বড়সড় হামলার ছক ছিল ধৃতদের।

ইউরিয়ার বস্তার আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গুজরাতের ওই জেলার ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বারোনি থানা এলাকায় একটি গাড়িকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালালে দেখা যায় গাড়িটির ডিকিতে থরে থরে সাজানো ইউরিয়া সারের বস্তা। পরবর্তীতে সেই বস্তার মুখ খোলা হলে উদ্ধার হয় 150 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট!

অবশ্যই পড়ুন: গুঁড়িয়ে গেল চিনের একচেটিয়া আধিপত্য! চাল উৎপাদনে বিশ্বে প্রথম ভারত

পুলিশ আধিকারিকের বক্তব্য, সারের বস্তার আড়ালে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। যে ঘটনায় আটককৃত দুই ব্যক্তি হলেন সুরেন্দ্র পাটোয়া এবং সুরেন্দ্র মোচি। পুলিশ সূত্রে খবর, ধৃতরা দুজনেই রাজস্থানের বুন্দি জেলার বাসিন্দা। একাধিক সূত্রের খবর, আটককৃত ব্যক্তিরা রাজস্থানের বুন্দি জেলা থেকে টঙ্কে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, 150 কিলোগ্রামের অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি 200টি কার্তুজ এবং প্রায় 1100 মিটারের ছয় বান্ডিল সেফটি ফিউজ তারও উদ্ধার করা হয়েছে।

অবশ্যই পড়ুন: চলন্ত গাড়িতে তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন, ফরিদাবাদে নৃশংস গণধর্ষণ

রাজস্থানে হামলার ছক?

গাড়ি ভর্তি বিপুল বিস্ফোরক দেখে পুলিশের অনুমান হয়তো রাজস্থানের কোথাও নতুন বছরের প্রথম দিন বা 2025 এর শেষ দিনে বড়সড় হামলার ছক কষা হচ্ছিল। তবে এই বিস্ফোরণের ছক কারা করছিলেন, গোটা ঘটনার নেপথ্যে আদতে কারা জড়িত তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জেরা করে উত্তর খোঁজার চেষ্টা চলছে। সেই সাথে এত বিস্ফোরক ঠিক কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারীরা মনে করছেন, গোটা বিষয়টার সাথে জড়িয়ে রয়েছে একাধিক নাম।

Leave a Comment