সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার নিজেকেই তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলে ঘোষণা করে ফেললেন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তাঁর করা সেই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং গোটা বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। ভাইরাল হওয়া ছবিটি দেখতে অনেকটা উইকিপিডিয়ার পাতার মতোই সাজানো। আর সেখানে ট্রাম্পের সরকারি প্রতিকৃতি ব্যবহার করে লেখা হয়েছে, তিনি নাকি ২০২৬ সাল থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। যদিও উইকিপিডিয়া এ বিষয়ে স্বীকৃতি দেয়নি।
মাদুরোকে আটক করার পরেই ট্রাম্পের বড়সড় ঘোষণা
আসলে এই বিতর্কিত পোস্টের পেছনে রয়েছে এক বড়সড় ঘটনা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছিল। এমনকি তাঁর বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি মাদুরোর স্ত্রীকেও আটক করা হয়। তবে মাদুরো এই ঘটনাকে অপহরণ বলেই দাবি করেছেন। পাশাপাশি চিন, রাশিয়া, কলম্বিয়া স্পেনসহ একাধিক দেশ মার্কিন পদক্ষেপকে আইনি লঙ্ঘন বলেই ঘোষণা করেছে।

তবে এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প দাবি করেন যে, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফেরানোর জন্য সাময়িকভাবে ভেনেজুয়েলার দায়িত্ব নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁর দাবি, এই অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন থেকে শুরু করে রফতানির দায়িত্ব আমেরিকা দেখভাল করবে। এমনকি তিনি আরও বলেছেন, ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আসবে।
এদিকে দেশটির ভিতরে সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। কারণ, সেখানকার মাদুরো ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রুদ্রিগেজ নিজেই দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। আর তিনি মার্কিন দাবি সরাসরি খারিজ করে মাদুরোর মুক্তির দাবি জানিয়েছেন। এমনকি মাদুরোকেই একমাত্র বৈধ রাষ্ট্রনেতা বলে ঘোষণা করেছেন। তবে সেই আবহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করেম তাহলে তাঁকে বড়সড় মূল্য চোকাতে হতে পারে।
আরও পড়ুন: সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি এরা কাটতে পারবে না টিকিট! আজ থেকে নিয়ম বদলাল রেল
তেল বিনিয়োগেও ১০০ বিলিয়ন ডলারের প্রস্তাব
প্রসঙ্গত ট্রাম্প আরও জানিয়েছেন, ভেনেজুয়েলায় তেল শিল্প পুনর্গঠনের জন্য তিনি মার্কিন তেল সংস্থাগুলিকে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে বলেছেন। আর কোন সংস্থা যেখানে কাজ করবে তা মার্কিন যুক্তরাষ্ট্রই ঠিক করে দেবে। এমনকি একই সঙ্গে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ৫০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের একটি চুক্তির কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, এই অতিরিক্ত তেল সরবরাহ আমেরিকায় তেলের দামের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।