নিজের দাদা নরেন্দ্রর সাথে সম্পর্ক রাখেন না! ধোনির জন্মদিনে প্রকাশ্যে অজানা এক তথ্য

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাইয়ের নাম মহেন্দ্র সিং ধোনি। শুনেই বুকটা গর্বে ভরে যাওয়া উচিত দাদার! হয়তো তেমনটাই হয় ধোনির আলোচনার আড়ালে থাকা দাদা নরেন্দ্র সিং ধোনির। তবে মাহির আকাশ সমান সাফল্যের মাঝে দাদা নরেন্দ্রর নাম শোনা যায় না কখনই।

হ্যাঁ, আলোচনার আড়ালে থাকা এই নরেন্দ্রই নাকি ছেলেবেলায় মাহির জন্য অনেক করেছেন! যদিও নিজের মুখে সে কথা স্বীকার করেন না তিনি। সূত্রের খবর, দীর্ঘ বহু বছর ধরে ধোনির সাথে সম্পর্কের ভাঙ্গন ক্রমশ বেড়েছে নরেন্দ্র সিং ধোনির! বর্তমানে কী করেন তিনি? কোথায় থাকেন ধোনির দাদা?

কেন ধোনির সাথে সম্পর্ক ভাল নেই দাদা নরেন্দ্রর?

ভাইয়ের একের পর এক সাফল্যের মাঝে দাদা নরেন্দ্র যেন আলোচনার আলো থেকে বহু দূরে। ভাই ধোনির সাফল্য নিয়েও খুব একটা কিছু শোনা যায়নি দাদা নরেন্দ্রর গলায়। জানা যায়, একেবারে ছেলেবেলায় পরিবার ছেড়েছিলেন এই নরেন্দ্র। তবে ঠিক কোন কারণে ঘর ছেড়ে, কাছের লোকেদের ছেড়ে নরেন্দ্র অজানা গন্তব্যে পাড়ি দিয়েছিলেন সে খবর আজও প্রকাশ্যে আসেনি।

তবে ধোনির সাথে খারাপ সম্পর্কের কারণ জানা গিয়েছে সূত্রের দৌলতে। এক বিশ্বস্ত সূত্র দাবি করছে, একবার নাকি নরেন্দ্র সিং ধোনি ভাই মহেন্দ্র সিং ধোনির অর্থের অপব্যবহার করেছিলেন! আর এরপর থেকেই নাকি দুই ভাইয়ের সম্পর্কে দীর্ঘ ফাটল স্পষ্ট হয়।

খোঁজ নিয়ে জানা গেল, ধোনি একবার রাঁচিতে বৃদ্ধাশ্রম তৈরির জন্য অর্থ দিয়েছিলেন, তবে সূত্র বলছে, দাদা নরেন্দ্রর নামে নাকি অভিযোগ রয়েছে, তিনি ওই গোটা সম্পত্তি তাঁর শশুর বাড়ির লোকেদের উপহার দিয়ে দিয়েছিলেন। যা মাহির জন্য ছিল সত্যিই হতাশার! আর এরপর থেকেই নাকি দুজনের সম্পর্কের বাঁধন একেবারে আলাদা হয়ে যায়!

একবার ভাইয়ের বায়োপিক নিয়ে মুখ খুলেছিলেন নরেন্দ্র

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনির বায়োপিক নিয়ে প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি রিলিজ হওয়ার আগে সিনেমাটিকে নিয়ে কথা বলতে গিয়ে দাদা নরেন্দ্র বলেছিলেন, পরিচালক আমাকে এই ছবিতে রাখবেন কিনা সেটা তাঁর ব্যাপার। আমি কী বলতে পারি?

এরপরই নরেন্দ্র বলেন, আমি হয়তো ওই সিনেমাটিতে অস্তিত্বহীন থাকব, কারণ আমি মাহির জীবনে খুব একটা অবদান রাখি না। সেখানে শুধু ধোনির লড়াই, জীবনযাপন ও পরিবারের কথা থাকবে। আমি সেখানে নাও থাকতে পারি। শেষ পর্যন্ত তেমনটাই হয়েছিল! ধোনিকে নিয়ে তৈরি করা ওই ছবিতে কোনও উল্লেখ ছিল না দাদা নরেন্দ্রর।

অবশ্যই পড়ুন: বিটি রোডের খরচ গুনতে হবে রেলকেই! ব্যারাকপুর মেট্রো নিয়ে শীঘ্রই মিলবে সুখবর

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির দাদা নরেন্দ্র রাজনীতিতে যোগ দিয়েছেন বহুদিন। 2009 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এরপর 2013 সালে লোকসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে চলে যান তিনি। এরপর থেকেই নাকি স্থানীয় রাজনীতিতে ওতপ্রতোভাবে জড়িয়ে পড়েন নরেন্দ্র সিং ধোনি। যদিও তাঁর বিষয়ে খুব একটা বেশি ধারণা নেই মাহি ভক্তদের।

Leave a Comment