সৌভিক মুখার্জী, কলকাতা: ডিসেম্বর পড়তেই জাঁকিয়ে পড়েছে শীত। আর ঠিক তখনই স্নান করার জন্য প্রয়োজন গরম জলের। তবে সাধারণ গিজারে জল গরম করতে অনেকটাই সময় লেগে যায়। তাই এখন অনেকেই স্টোরেজ গিজারের বদলে গ্যাস গিজার (Best Gas Geyser) বেছে নিচ্ছে যা মুহূর্তের মধ্যেই গরম জল সরবরাহ করতে পারছে। বাড়িতে সদস্য বেশি হলে বা রান্নাঘর, বাথরুমে একসঙ্গে গরম জলের প্রয়োজন হলে এগুলি একেবারে সেরা বিকল্প। আজ আপনাদের জন্য থাকছে এমন পাঁচটি গ্যাস গিজারের তালিকা, যেগুলি বাজেটের মধ্যে একেবারে ধামাকাদার পারফরমেন্স দেবে।
Haier Pret Ivory 3L Instant Water Heater
এই গিজারটি ছোট পরিবার বা বেসিনে ব্যবহারের জন্য একেবারে সেরা। ৩ লিটারের গ্লাস লাইনড ট্যাঙ্ক দ্রুত গরম জল করতে পারে, আর ৩ কিলোওয়াট ক্ষমতার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই জল গরম করে দেয়। সবথেকে বড় ব্যাপার, আটবার প্রেসার সহ্য করতে পারে এই গিজারটি। তাই হাই-রাইজ অ্যাপার্টমেন্টেও নিশ্চিন্তে ব্যবহার করা যায় এটি। এই গিজারটিতে রয়েছে এবিএস-এর সুবিধা।
Haier Precis Pro 15L 5 Star Water Heater
বেশি পরিমাণ জলের প্রয়োজন হলে এই গিজারটি হতে পারে আদর্শ বিকল্প। কারণ, এতে ১৫ লিটার স্টোরেজ রয়েছে, আর ৫ স্টার রেটিং দেওয়া রয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনও রকম চিন্তা নেই। পাশাপাশি ৮টি সেফটি লেভেলও দেওয়া রয়েছে। সবমিলিয়ে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উপযুক্ত এই গিজারটি। এটি হাই-রাইজ বিল্ডিং এ ভালো পারফরমেন্স দেবে এবং ইনস্টলেশনও খুব সহজেই করা যায়। এমনকি এটিতে আট বছরের ওয়ারেন্টি থাকে।
Bajaj Majesty Duetto Gas Geyser
লাইটওয়েট ডিজাইন, দ্রুত হিটিং আর অটো ইগনিশনের জন্য পারফেক্ট কম্প্যাক্ট গ্যাস গিজার হল এটি। ৬ লিটারের ক্যাপাসিটি, ছোট বা মাঝারি পরিবারের জন্য একেবারে সেরা অপশন। আর গ্যাস কনজাম্পশন কম হওয়ায় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ সাশ্রয়ী হবে এই গিজারটি। গিজারটিতেও দুই বছর ওয়ারেন্টি দেওয়া হয়।
ACTIVA Instant 6L Gas Water Heater
কম খরচে বেশি সুবিধা নিতে চাইলে এই গিজারটি একেবারে সেরা। কারণ, এটি অনেক কম শক্তি খরচ করে। কপার ট্যাঙ্ক ও অ্যান্টি-রাস্ট কোটিং এর বডি ব্যবহার করায় এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। পাশাপাশি ISI সিল থাকায় নিরাপত্তা নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। এই গিজারটির ক্যাপাসিটি ৬ লিটার। দ্রুত হিটিংয়ের জন্য এটি বাজারে দারুণ অপশন।
Longway Xolo Gold DLX 7L Automatic Gas Geyser
৭ লিটার ক্ষমতার এই গিজারটি মাঝারি পরিবারের জন্য একেবারে সেরা বিকল্প। মেটালিক সিলভার লুক আর অ্যান্টি-রাস্ট বডি রয়েছে এই গিজারটিতে। পাশাপাশি ৫ স্টার এনার্জি রেটিং দেওয়া রয়েছে। তাই এটি যে কম খরচে বেশি হিটিং দেবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: অফিস টাইমের পর কর্মীদের করা যাবে না ফোন, ইমেইল! লোকসভায় পেশ হল বিল
এক কথায়, আপনি যদি বাজেটের মধ্যে ভালো মানের কোনও গ্যাস গিজার খুঁজে থাকেন, তাহলে এগুলিই হতে পারে একেবারে সেরার সেরা বিকল্প। আর এই গিজারগুলি আপনি খুব সহজেই অ্যামাজনের অফিসিয়াল স্টোর থেকে অর্ডার করতে পারবেন।