নিমেষে গুঁড়িয়ে দেবে শত্রুর হামলা, মাল্টিপল এয়ার ডিফেন্স পরীক্ষায় বড় সফলতা DRDO-র

IADWS

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিরক্ষা খাতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। হ্যাঁ, দেশীয় প্রযুক্তিতেই এবার এয়ার ডিফেন্স অস্ত্র সিস্টেমের (IADWS) প্রথম উড়ান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল DRDO। গতকাল অর্থাৎ শনিবার দুপুর 12:30 মিনিট নাগাদ উড়িষ্যার উপকূলে এক ঐতিহাসিক পরীক্ষার মাধ্যমেই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই ইতিহাস লিখল।

কী এই IADWS?

জানিয়ে রাখি, IADWS হল দেশের বহুস্তুরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দেশীয় কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল এবং অত্যাধুনিক হাই পাওয়ার লেজার ভিত্তিক ডিরেক্টেড এনার্জি উইপন। এর মাধ্যমে শত্রুপক্ষের যেকোনো আকাশ হামলা নিমেষের মধ্যে গুঁড়িয়ে যাবে।

উল্লেখ্য, এই সফল পরীক্ষার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, IADWS আমাদের দেশের বহুস্থরীয় আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাকে একধাপ এগিয়ে নিয়ে গেল। ডিআরডিও, ভারতীয় সেনা এবং শিল্পক্ষেত্রের এই সাফল্যে অভিনন্দন। এই পরীক্ষা আমাদের আকাশ ব্যবস্থাপনা রক্ষায় এবং আঞ্চলিক প্রতিরক্ষা শক্তিকে আরো দৃঢ় করবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ১০০০ টাকা ঊর্ধ্বগতি সোনার দাম, আগুন ঝরাচ্ছে রুপো! আজকের রেট

প্রসঙ্গত, IADWS দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতা হওয়ার একটি বিরাট মাইলফলক তা বলা যায়। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্র যেকোনো ধরনের আকাশ হামলা নিমেষের মধ্যে গুঁড়িয়ে দেবে। পাশাপাশি বহুস্তরীয় প্রতিরক্ষা ঢাল তৈরি করে দেশের কৌশলগত অবস্থানকেও আরো পাকাপোক্ত করবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছে, ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এই সিস্টেম ভারতের জন্য হয়তো গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।

Leave a Comment