নিমেষে গুঁড়িয়ে যাবে শত্রু, Agni V-র সফল উৎক্ষেপণে বদলে গেল দেশের প্রতিরক্ষার সংজ্ঞা

Agni-5

সৌভিক মুখার্জী, কলকাতা: ওড়িশার চাঁদিপুরের আকাশে বুধবার রাতে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। ভারত আবারো প্রমাণ করে দিল যে, বিশ্বশক্তির কাতারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে তারা বদ্ধপরিকর। হ্যাঁ, দেশের সবথেকে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5-এর (Agni-V) সফল উৎক্ষেপণে গোটা দেশের মুকুটে জুড়ল নয়া পালক।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের আওতায় পরিচালিত এই উৎক্ষেপণ সমস্ত প্রযুক্তিগত ও কৌশলগত লক্ষ্য পূরণ করে ফেলেছে। তবে কী রয়েছে এর বিশেষত্ব?

কেন গুরুত্বপূর্ণ এই পরীক্ষা?

উল্লেখ্য, 2024 সালের মার্চ মাসে প্রথমবার অগ্নি V-এর এমআইআরভি প্রযুক্তির ক্ষমতা দেখানো হয়েছিল। আর তখন এতে তিনটি পর্যন্ত পারমাণবিক ওভারহেড বহনের সক্ষমতা দেখা গিয়েছিল। তবে এবার 2025 সালের আগস্ট মাসে হওয়া এই পরীক্ষায় ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল এই ক্ষেপণাস্ত্র।

হ্যাঁ, আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছে যে, অগ্নি 5-এর এই উন্নত সংস্করণ শুধুমাত্র দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করবে না, বরং ভারতের কৌশলগত অবস্থানকেও আরো একধাপ উপরে নিয়ে যাবে। বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রভাব আরো বিস্তৃত হতে চলেছে।

কী বৈশিষ্ট্য রয়েছে Agni V-এর?

উল্লেখ্য, অগ্নি 5 শুধুমাত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, বরং এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার এক নতুন যুগ। হ্যাঁ, এই ব্যালিস্টিক মিসাইলের ওজন প্রায় 50 হাজার কিলোগ্রাম, আর দৈর্ঘ্য প্রায় 17.5 মিটার। এমনকি এটি 1500 কেজি পর্যন্ত অ-পরমাণু বিস্ফোরক বা পরমাণু ওয়ারহেড বহন করতে পারে।

পাশাপাশি এটি তিন ধাপে কঠিন জ্বালানি নির্গমন করতে পারে এবং ভ্রাম্যমান কোনো প্ল্যাটফর্ম বা ক্যানিস্টারাইজড সিস্টেম থেকেও এটিকে উত্থাপন করা যায়। এমনকি জাইরোস্কোপ ভিত্তিক সেন্সর রয়েছে এতে। উল্লেখ্য, এই ক্ষেপণাস্ত্রটিতে ন্যাভিক এবং আমেরিকার জিপিএস সিস্টেম যৌথভাবে ব্যবহার করা হয়েছে।

সবথেকে বড় ব্যাপার, এতে নতুন এমআইআরভি প্রযুক্তি দেওয়া রয়েছে, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকে একসঙ্গে একাধিক ওয়ারহেড লক্ষ্যবস্তুকে নিক্ষেপ করা যাচ্ছে। অর্থাৎ, একক ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই একাধিক শত্রুপক্ষের ঘাঁটিকে একেবারে গুঁড়িয়ে দেওয়া যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ১.৫ লক্ষের বেশি চাকরি দেবে Amazon! পুজোর আগে বিরাট ঘোষণা

এদিকে ডিআরডিও-এর বিজ্ঞানীরা জানাচ্ছে যে, এই প্রযুক্তি ভবিষ্যতে ভারতের জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে  ইতিমধ্যে জানানো হয়েছে, অগ্নি 5-এর এই সফলতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং পাকাপোক্ত করে তুলবে। পাশাপাশি দেশের কৌশলগত অবস্থান যে আরো জোরদার হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment