সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যদিও এই গভীর নিম্নচাপের চোখরাঙানির কারণে বাংলায় বৃষ্টি নয়, উল্টে শীতের দাপট আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কাঁপছে হাড় কাঁপানো ঠান্ডায়। পারদ কোথাও ৫-৭ ডিগ্রি তো কোথাও ১ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের আরও উঁচু জায়গায় তো পারদ শূন্যে নেমে গিয়েছে। আপাতত বাংলায় শীতের কামড় অব্যাহত থাকবে বলে খবর। সবথেকে বড় কথা আজ শনিবার থেকে বাংলার তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন বেশিরভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। অপরদিকে নদীয়া, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন পারদ ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আরও পড়ুন: বাজেটের আগে ফের মহার্ঘ্য হতে পারে পেট্রোল-ডিজেল? রিপোর্টে চাঞ্চল্য
আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি এখন সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে যাবে। তবে আলিপুর মৌসম ভবন সাফ জানিয়ে দিয়েছে যে এই নিম্নচাপের প্রত্যেক্ষ কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। যার ফলে গোটা রাজ্যে মোটামুটি উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। অর্থাৎ সোজা ভাষায় শীত উপভোগ করা সম্ভব হবে।
আরও পড়ুন: ঘরে দুটো লাইট, লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে জমি বিক্রি করলেন দরিদ্র দম্পতি
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ব্যাপক ঠান্ডা থাকবে। সেইসঙ্গে ঘন কুয়াশাও থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ি এবং পার্বত্য অঞ্চলগুলিতে তাপমাত্রা আরো নিম্নমুখী হবে। ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে। শীতের সঙ্গে ভিলেন ঘন কুয়াশা তো রয়েইছেই।