প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক সপ্তাহ আগে মাঝে টানা ঝড়বৃষ্টির দুর্যোগ তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এই মুহূর্তে দুর্যোগ অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু এখনই স্বস্তি নিঃশ্বাস ফেলা যাচ্ছে না তার কারণ ফের নিম্ন চাপের অশনি সংকেত দেখা দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ।
এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে সমুদ্র এখন উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই অঞ্চলের মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: পুজোর আগেই রাস্তায় চলবে ২৫ টি শপিং স্পেশ্যাল বাস! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাব কমার পাশাপাশি উত্তরবঙ্গেও একই আবহাওয়া বিরাজ করেছে জেলায় জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেবজানা গিয়েছে। এছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে।