সহেলি মিত্র, কলকাতাঃ ছুটির দিনের সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে জেলায়। সৌজন্যে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা ওড়িশা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের নিম্নচাপ হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘণ্টায় ব্যাপক বৃষ্টি নামবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। রবিবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে দুমদাম বাজ পড়বে কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
এখানে জানিয়ে রাখি, পার্বত্য অঞ্চলে ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পাবে এবং নিচু স্থানগুলিতে জলমগ্নতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।