নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের মরশুম প্রায় শেষের মুখে, কিন্তু বাংলার আকাশ থেকে দুর্যোগের মেঘ কিছুতেই কাটতে চাইছে না। তার উপর ভ্যাপসা গরম। বাতাসে জলীয়বাষ্প বেশী থাকায় এখনও ভ্যাপসা গরম থেকে রেহাই পায়নি বঙ্গবাসী। বিশেষ করে কলকাতায় বেলা বাড়তেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে। সেই পরিস্থিতির মাঝেই বৃষ্টি (Weather Update) নিয়ে এবার বড় আপডেট দিলেও হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এইমুহুর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসগারে। ধীরে ধীরে শক্তি হারিয়ে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার ফলে আজই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এবং এটি পরে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে চিন্তা নেই, সেটার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। পরে বেলা বাড়লেও আকাশে কালো মেঘের আনাগোনা হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: পরনে গাউন, মাথায় টুপি! প্রকাশ্যে -এ নাবালিকা নির্যাতনের সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তবে আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। তারপরেই শুষ্ক হবে আবহাওয়া।

Leave a Comment