নিম্নচাপের ফাঁড়া, অতি ভারী বৃষ্টি কলকাতা সহ ৪ জেলায়, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতা: দফায় দফায় হওয়া বৃষ্টিতে জলমগ্ন কলকাতা থেকে শুরু করে হাওড়া ও অন্যান্য বেশ কিছু জেলা। মূলত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের দৌলতে ব্যাপক বৃষ্টি হচ্ছে বাংলায়। এখানে কিন্তু শেষ নয়, নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার শহরসহ বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নাম বোতলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী ও জেলাগুলির সাধারণ মানুষকে সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর। তাঁদের আগামীকাল ২৩ আগস্ট ২০২৫ এর মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলের সম্মুখে এবং উপকূলে যাওয়া এড়াতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি হওয়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যাক আজ শুক্রবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আপনার যদি আজকে ভারী থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। অবশ্য যে পরিমাণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর সেখানে ছাতা আপনার কতটা কাজে আসবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। বুলেটিন অনুযায়ী, জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭-২০ সেমি) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এবং পশ্চিম বর্ধমান জেলায়।

এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার আলোকে সম্পর্কে। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। সেই সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শনিবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাতের তাণ্ডব। সেদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের কথা বললে শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment