নিম্নচাপ-অক্ষরেখার দাপটে দুর্যোগের সম্ভাবনা ৫ জেলায়, কেমন থাকবে আজকের আবহাওয়া?

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বাংলার দুয়ারে দুর্যোগ। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলা গভীর নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ার বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এক কথায় ফুল দমে ফের একবার বর্ষা নিজের প্রভাব বিস্তার করতে চলেছে সমগ্র বাংলায়।

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম রাজস্থান এবং পাকিস্তানের উপর নিম্নচাপ অঞ্চল রয়েছে। পশ্চিমে সেই নিম্নচাপ অঞ্চল থেকে মৌসুমি অক্ষরেখা পূর্বে বিস্তৃত হয়েছে। লখনউ, পটনা, বাঁকুড়া, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। উত্তর বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার উপরেও রয়েছে একটি অক্ষরেখা। সব মিলিয়ে ফের একবার হাল বেহাল হতে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ সপ্তাহের শুরুতেই বদলে যাবে বাংলার আবহাওয়া (Weather Today)। ইতিমধ্যে সকাল থেকে বাংলার আকাশ মেঘলা। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট চলবে। এদিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। ৭ থেকে ১১ সেমি অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে। এদিন ভারী বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা এবং হুগলী জেলায়।

Leave a Comment