নিম্নচাপ কাটলেও দক্ষিণবঙ্গে টানা এক সপ্তাহ চলবে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টির দাপট। যার জেরে একাধিক রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। তবে আজ সকাল থেকে খানিক রোদের আভা দেখা গেলেও সেটি সাময়িক। ফের সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে কাটছে নিম্নচাপের প্রভাব। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এইমুহুর্তে গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড এলাকায় ঢুকেছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। ক্রমশ দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ। এছাড়া মৌসুমী অক্ষরেখা জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরক্ষপুর, পাটনা, রাঁচির পর নিম্নচাপ এলাকার উপর দিয়ে দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একনজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ভাষা আন্দোলন! কলকাতা পুরসভার অধিবেশনে বাধ্যতামূলক হল বাংলা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাকি ছ’টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Leave a Comment