প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের পর অবশেষে গত বুধবার নিম্নচাপ শক্তি হারাতেই বৃষ্টির প্রভাব খানিকটা কমেছে রাজ্যে। সাধারণের মনে স্বস্তি ফিরলেও সেটি খুবই সাময়িক। কারণ এখনই বৃষ্টি পিছু ছাড়ার পাত্র নয়। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে আপাতত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একনজরে দেখে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহূর্তে রাজস্থানের বিকান এবং মধ্যপ্রদেশের দাতিয়া থেকে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপরে থাকা নিম্নচাপের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা সরে যাচ্ছে। এবং এই অক্ষরেখা সরে গিয়ে পূর্বে পুরুলিয়া, দিঘার উপর চলে আসছে। তার প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এছাড়াও বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: মালদা থেকে লখনউ, বাংলায় আরও এক অমৃত ভারত এক্সপ্রেস, প্রকাশ্যে সময়সূচী
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে শনিবার হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও রবিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলবে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।