প্রীতি পোদ্দার, কলকাতা: রাত বাড়লেই টের পাওয়া যায় ঠান্ডা শীতল বাতাস। ভোরের দিকে হালকা শীতের আমেজও দেখা দিয়েছে বঙ্গে। আর তাতেই শীতপ্রেমীদের মনে যেন লাড্ডু ফুটেছে। কিন্তু সেই আবহেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির (Weather Update) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর! আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার ফলে আগামী ২৪ ঘণ্টা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। তাই এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিকে এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে। তবে সপ্তাহান্তে শীতের আমেজ খানিকটা বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন: যোগী মডেলে বাংলায়! বুলডোজার চালিয়ে ধূলিসাৎ CPIM পার্টি অফিস! শোরগোল ঘোলায়
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিন দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় সাধারণত শুষ্ক আবহাওয়াই থাকবে। ভোরে এখন থেকেই কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। তবে পুরোপুরি শীত নিয়ে এখনও কোনো আপডেট দেয়নি হাওয়া অফিস।