নিম্নচাপ-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ, ভারী বৃষ্টি দক্ষিণের ৭ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ কেমন থাকবে আজকের আবহাওয়া? (Weather Today) বর্ষার সময়ে দুর্যোগ কাকে বলে? তা যেন বেশ কয়েক বছর টের পাচ্ছেন সমগ্র বাংলার মানুষ। লাগাতার এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা মানুষের। চারিদিকে জল আর জল। একটু জল নামছে তো ফের বৃষ্টির জন্য চারিদিক জলে জল হয়ে যাচ্ছে। সকলের মুখে এখন একটাই প্রশ্ন, এই দুর্যোগ আর কতদিন? আবহাওয়া নিয়ে বিরাট পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। আজ বুধবার কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। জানা গিয়েছে, বুধবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব চলবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া নিশ্চয়ই ভাবছেন? এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি চলবে।

Leave a Comment