সহেলি মিত্র, কলকাতাঃ শক্তি হারিয়েছে নিম্নচাপ। তারপরেও দুর্যোগ চলবে বাংলাজুড়ে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নিম্নচাপটি শক্তি হারিয়ে পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় বিরাজ করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এগুলির দাপটে আপাতত বৃষ্টি চলবে বাংলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন উত্তরবঙ্গের সবকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আবার শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের কথা বললে, অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে। বৃষ্টিও কমবে।
শুধু বাংলাতেই নয়, ১৭ থেকে ২১ জুলাইয়ের মধ্যে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব-পশ্চিম উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়, ১৬ জুলাই জম্মু ও কাশ্মীর এবং পূর্ব রাজস্থানে, ১৭, ২০ এবং ২১ জুলাই উত্তরাখণ্ডে এবং ১৬-১৭ জুলাই পূর্ব উত্তর প্রদেশে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।