প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড যোগী রাজ্য উত্তরপ্রদেশে! ভুয়ো দূতাবাস অফিসের পর এবার নয়ডায় খোঁজ পাওয়া গেল ভুয়ো থানার! গতকাল অর্থাৎ রবিবার বিশেষ সূত্রে খবর পেয়ে অবশেষে সেখান থেকে ছয়জনকে গ্রেফতার করল নয়ডা থানার পুলিশ। অবাক করা বিষয় হল ধৃতদের মধ্যে রয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীও।
নাম জড়াল তৃণমূল নেতার!
ANI এর রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে যোগীরাজ্য উত্তরপ্রদেশে ভুয়ো দূতাবাসের হদিশ পাওয়া গিয়েছিল। সেখানে হর্ষবর্ধন জৈন নামে এক প্রতারক টানা ৭ বছর ধরে ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস চালিয়ে আসছিল। শেষে উত্তরপ্রদেশ পুলিশের গাজিয়াবাদ ইউনিটের স্পেশাল টাস্ক ফোর্স গাজিয়াবাদের কবিনগর থেকে, সেই ব্যক্তিকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর ঘটনায় সকলেই অবাক হতে গিয়েছিল। আর সেই রেশ করতে না কাটতেই এবার সেই একই রাজ্যে ধরা পড়ল ভুয়ো থানা! উল্লেখযোগ্য বিষয় হল এই ঘটনায় মূল পান্ডা হিসেবে নাম উঠে এল অনুব্রত ঘনিষ্ঠ বিভাস অধিকারীর নাম।
যোগীরাজ্যে ভুয়ো থানা!
নয়ডা পুলিশের তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, ভুয়ো পুলিশ অফিসের সামনে ঝোলানো ছিল, ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ নামের একটি বোর্ড। শুধু তাই নয়, আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিসার হিসাবে পরিচয় দিয়ে তৈরি করা হয়েছিল ভুয়ো ID কার্ড। সেখানে কখনও পুলিশ অফিসার তো কখনও আবার তদন্তসংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়ে আসছিল। এই ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, তাঁর ছেলে অর্ঘ্য অধিকারী-সহ ৬ অভিযুক্তকে।
সেন্ট্রাল নয়ডার DCP শক্তি মোহন অবস্তি গোটা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, “গত ৪ জুন ভুয়ো অফিস খোলার জন্য একটি বাড়ি ভাড়া করা হয়েছিল ৷ সেখানে একটি বোর্ড লাগিয়ে এক সপ্তাহ ধরে কাজও করা হচ্ছিল। এরপর তদন্তে দেখা যায়, নিজেদেরকে সমান্তরাল পুলিশ ব্যবস্থা হিসেবে তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল।”
আরও পড়ুন: বাংলার তিনটি নয়া রুটে রেললাইন, উত্তরবঙ্গের জন্য বড় প্ল্যান কেন্দ্রের
গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা সহ ৬
যোগী রাজ্যে ভুয়ো থানার প্রসঙ্গ তুলে নয়ডার ডিসিপি জানিয়েছেন যে, “অভিযুক্তদের ব্যবহৃত পুলিশের লোগোটি আসলটির সঙ্গে অনেকাংশেই মিলে যায়। এদিকে তাদের লোগোর কোনও কপিরাইট, ট্রেডমার্ক বা রেজিস্টেশন পাওয়া যায়নি ৷ মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই লোগো ব্যবহার করেছিলেন তারা।” আপাতত ভুয়ো থানার পর্দাফাঁস করে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গোটা ঘটনায় তল্লাশি চালিয়ে ৯টি মোবাইল ফোন, প্রচুর ভুয়ো পরিচয়পত্র, জাল সরকারি লেটার হেড, নকল স্ট্যাম্প সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর। আর এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতাকে। উল্লেখ্য, এই বিভাস অধিকারী আবার নিয়োগ দুর্নীতির সাথেও যুক্ত। তদন্তকারীদের জেরার মুখে পরেও বিভাসবাবু যে দুর্নীতি থেকে পিছপা হননি, এই ঘটনা তাঁর জলজ্যান্ত উদাহরণ।