নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে গরহাজির অসুস্থ পার্থ! পরবর্তী শুনানি কবে?

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের অনুপস্থিত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গত কয়েকমাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান তিনি। এরপর থেকে নিজেকে বেহালার বাড়িতেই ‘গৃহবন্দি’ রেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মাঝে কয়েকদিনের জন্য প্রকাশ্যে আসলেও ফের বাড়িতেই থাকতেন তিনি, এমতাবস্থায় ফের অসুস্থ হলেন তিনি। আর এই অসুস্থতার কারণে ফের গতকাল বিচার ভবনের বিশেষ আদালতে অনুপস্থিত ছিলেন পার্থ।

ফের অসুস্থ পার্থ

জানা গিয়েছে এক সপ্তাহ আগে বাড়ির বাথরুমে পড়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাঁ হাতে গুরুতর আঘাত লাগে তাঁর। এদিকে শারীরিক ব্যথা ক্রমশ বাড়তে থাকায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আর এবার সেই অসুস্থতার কারণে সোমবার বিচার ভবনে উপস্থিত হতে পারলেন না পার্থ। তবে এবার প্রথম নয়, এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেননি তিনি, তার ফলে হাইকোর্টের তোপের মুখে সেই সময় পড়তে হয়েছিল তাঁকে।

কী জানালেন পার্থর আইনজীবী?

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার বিচার ভবনের বিশেষ আদালতে সিবিআই-এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি ছিল। কিন্তু শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দেন। তিনি বলেন, ‘‘প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডান হাতের হাড় ভেঙে গিয়েছে। ৪ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তা আদালতে পেশ করা হয়েছে।” এদিকে আগেরবার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্ত আদালতে সশরীরে উপস্থিত ছিলেন না বলে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। তবে এ দিন ওই মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্যামিলি পেনশনের পরিধি বাড়াল পশ্চিমবঙ্গ সরকার, কারা হবেন উপকৃত?

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচী এবং বীরভূমের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। অবশেষে চার্জ গঠনের ক্ষেত্রে সরকারি অনুমোদন পাওয়া গিয়েছে। তবে এ দিন ভারপ্রাপ্ত বিচারক চার্জ গঠনের কোনও শুনানি করেননি। আদালতের তরফে জানানো হয়েছে আগামী ১৫ জানুয়ারি পরবর্তী শুনানি হবে।

Leave a Comment