নির্বাচনের আগেই উলটপুরাণ! চিরঞ্জিতের মুখে শোনা গেল বিরোধী দলনেতার প্রশংসা

Chiranjeet Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তাই নাকি কয়েকমাসকেই ভোটপ্রচারের কাজে লাগাতে চাইছে সমস্ত রাজনৈতিক দল। এখন থেকেই একটু একটু করে প্রচার চর্চায় মনোযোগ দিয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের প্রার্থীরা। এমতাবস্থায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে নিয়ে প্রশংসা করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হল জোর জল্পনা।

প্রশংসার বাণী চিরঞ্জিতের মুখে!

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, কিছুদিন আগে বারাসতে ‘কন‍্যা সুরক্ষা যাত্রা’-য় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের একের পর এক নেতার নাম ধরে নিশানা করেছিলেন। বাদ যাননি তারকা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি রীতিমত চিরঞ্জিতকে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষও করেছিলেন। কিন্তু ফের সেই প্রসঙ্গ উঠতেই উল্টো দিক থেকে শুভেন্দুর প্রতি প্রশংসার বুলি আওড়লেন তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। যার ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। আসলে শাসকদলের বিধায়কের মুখ থেকে বিরোধী দলনেতার গুণগান রাজ্য রাজনীতিতে বিরল। তার উপর যেখানে কাউকে জনসমক্ষে কটাক্ষ করার পরেও উল্টো পথে প্রশংসার বাণী শোনা যায় তা সত্যিই আশ্চর্যজনক ঠেকে।

কী বললেন শুভেন্দুকে নিয়ে?

গতকাল অর্থাৎ রবিবার, বারাসতের একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে, শুভেন্দুকে নিয়ে বলেন, “শুভেন্দু ও আমার মধ্যে সম্পর্ক ভালো। আমি সবার সঙ্গেই হেসেখেলে কথা বলি। সকলের সঙ্গেই আমরা সম্পর্ক রেখে চলি । শুভেন্দু আমার ব‍্যক্তিগত ইমেজ নিয়ে যা বলেছে সেটা ও’র সার্টিফিকেট কি না, বলতে পারব না। কারণ, এর আগে কুণাল ঘোষও শুভেন্দুকে সার্টিফিকেট দিয়ে বলেছিল ছেলেটা ভালো।”

জনপ্রিয়তা কমে যাওয়া নিয়ে স্পষ্ট চিরঞ্জিত!

এর আগে অনেকবার বিভিন্ন বিরোধীদের বলতে শোনা গিয়েছে যে চিরঞ্জিত রাজনীতির লোক না হওয়াতেই তিনি একদমই তাঁর কেন্দ্রে সময় দিতে পারছেন না। এবার সেই নিয়েও গতকাল সাংবাদিকদের সামনে মুখ খুললেন চিরঞ্জিত। তিনি বলেন, “ আমি প্রতি সপ্তাহে দু’দিন করে বারাসতে আসি। সেই হিসেবে মাসে ৮ দিন। বছরে ৯৬ দিন । তাহলে ১৫ বছরে কত বার এসেছি হিসেব করে দেখলেই বোঝা যাবে।” পাশাপাশি জনপ্রিয়তা প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, “যত দিন যাবে লোকের মধ্যে জনপ্রিয়তা ততই কমবে। আমার জনপ্রিয়তাও যে দিন দিন কমছে সেটা আমি বুঝতে পারছি। আগে কোনও কর্মসূচিতে যে ভিড় হত, সেই ভিড় দেখতে পাই না। তাতে ছাব্বিশের ভোটে প্রার্থী হলে জিতব কি না তাও জানি না।”

আরও পড়ুন: ফের র‍্যাগিং? হাওড়ার ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! ডাইভিং পুল থেকে উদ্ধার দেহ

অন্যদিকে শাসকদলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ ২৬ এর ভোটে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে অনেক দাবিদারের নাম উঠে আসছে। এবার নতুন দাবিদার হিসেবে নাম উঠতে পারে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক ছেলের নাম। সেই নিয়ে সাংবাদিকরা চিরঞ্জিত চক্রবর্তীকে প্রশ্ন করলে বিধায়ক এদিন বলেন, “শুধু ও কেন? প্রার্থী তালিকায় ৩৫ জনেরও নাম থাকতে পারে। আমি না দাঁড়ালে ৪০ জনেরও নাম উঠে আসতে পারে এখান থেকে। যখন প্রার্থী নিয়ে আলোচনা হবে তখন এসব দেখা যাবে। আমার বয়স হয়ে গিয়েছে, সরে যেতে হবে তখন তো আমাকে ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতেই হবে।”

Leave a Comment