প্রীতি পোদ্দার, কলকাতা: শেষপর্যন্ত দূরত্ব মিটল বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের! দিলীপের তৃণমূল যোগের আশঙ্কার মাঝেই গতকাল, মঙ্গলবার দুপুরে শমীক ভট্টাচার্যের সঙ্গে অবশেষে সাক্ষাৎ হল দিলীপের। দলের একাধিক বিষয় নিয়ে দুজনের মধ্যে চলে দীর্ঘ কথা। আর সেই সাক্ষাতের পরই এবার দিল্লি থেকে ডাক পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তবে কি নির্বাচনের আগেই বাংলায় বিজেপির পরিকাঠামোতে নয়া বদল আসতে চলেছে?
ক্রমেই দলের সঙ্গে বাড়ছিল দূরত্ব!
কিছুদিন আগেই কার্যত পার্টিলাইন অমান্য করেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশগল্পও করেন। তারপর থেকেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাঁদের কর্মসূচিতে ডাক পাননি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এমনকী, শমীক ভট্টাচার্যের বরণ সভায়ও ডাক পাননি তিনি। সেক্ষেত্রে দলবদলর আশঙ্কা বাড়ছিল। আর এই আবহে তাই মুখোমুখি হলেন দিলীপ এবং শমীক।
দিলীপ এবং শমীকের সাক্ষাৎ!
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার দলবদলের সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ। নয়া রাজ্য সভাপতি শমীকের আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকের রাজ্যদপ্তরে পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখানেই দুজনের মধ্যে প্রায় ১০ মিনিট ধরে কথা হয়। এরপর রাজ্যদপ্তর থেকে বেরিয়ে দিলীপ ঘোষ মুখোমুখি হন সাংবাদিকদের সঙ্গে।
তিনি বলেন, “যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শমীকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে।”
কী জানালেন দিলীপ?
সেই সময় ফের তৃণমূলের যোগদানের প্রসঙ্গ উঠে আসে। বলা হয় এবার কি তাহলে তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ সরাসরি জানান, “যে কর্মসূচিতে আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা হবে। আমি এ রাজ্যের কোন পদাধিকারী নই। সেইজন্য সবদিকে আমাকে থাকতে হবে, এমন তো নয়।”
দিলীপের কথায়, “বিজেপি নিরন্তর এগোচ্ছে। নির্বাচনে কিছু ভালো, কিছু খারাপ রেজাল্ট হয়েছে। শমীকদা যা আদেশ করবেন, সব কর্মীরা এমনকি দিলীপ ঘোষও পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে তাঁর নেতৃত্বে লড়াই করতে রাজি আছে।”
আরও পড়ুন: মাঝরাতেও খোলা কলেজ? মদ্যপান থেকে নোংরামি! মনোজিতের ছায়া এবার গড়িয়াহাটের ITI কলেজে?
দিল্লির পথে দিলীপ ঘোষ!
এদিকে দিলীপ শমীকের সাক্ষাতের পরেই রাতে খবর আসে যে দিল্লিতে ডাক পেয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার, দিল্লির উদ্দেশে রওনা দেবেন দিলীপ। সেখানেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।
জল্পনা উঠছে যে তবে কি ফের রাজ্য বিজেপির সংগঠনের গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? এবার কি দলে দিলীপের পরিবর্তে কোণঠাসা হতে চলেছে শুভেন্দু অধিকারীরা? প্রশ্ন অনেক, উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা।