বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে IPL 2026। ইতিমধ্যেই সুষ্ঠুভাবে মিটেছে রিটেনশন পর্ব। এবার অপেক্ষা মিনি নিলামের (IPL 2026 Auction)। আগামী 16 ডিসেম্বর, আবুধাবিতে অনুষ্ঠিত হবে 2026 ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের মিনি নিলাম। যা নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত পর্বের প্রস্তুতিতে ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। এমতাবস্থায়, উঠে আসছে এক বড় খবর। শোনা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে 6 ক্রিকেটারের উপর সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারে IPL এর দলগুলি। সেই তালিকা রয়েছে কলকাতার নাইট রাইডার্স থেকে বিতাড়িত দুই তারকাও।
এই 6 প্লেয়ারের উপর হতে পারে অর্থবর্ষা
প্রথম প্লেয়ার
IPL 2025 এর চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তালিকা থেকে বাদ পড়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে 2026 IPL এর জন্য কিনতে ঝাঁপাবে বেশিরভাগ দল। এই অজি তারকার দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং দক্ষতাকে সামনে রেখেই তাঁকে দলে নেওয়ার জন্য বিড করতে পারে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংসের মতো প্রথম সারির দলগুলিও। এক কথায়, কমপক্ষে 15 কোটি টাকায় নিলামে বিক্রি হবেন এই প্লেয়ার।
দ্বিতীয় প্লেয়ার
বয়স মাত্র 22। তবে বল হাতে বহু তাবড় তাবড় ব্যাটসম্যানের উইকেট ভেঙেছেন শ্রীলঙ্কার দাপুটে পেসার মাথিশা পাথিরানা। News 24 এর রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়ার পর এবার IPL 2026 এর নিলাম টেবিলে এই বোলারকে কেনার জন্য দরকষাকষিতে নামতে পারে একাধিক দল। সেক্ষেত্রে এই বোলারের দাম উঠতে পারে 15 কোটি বা তারও বেশি অর্থে।
তৃতীয় প্লেয়ার
চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েও RCB র রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন অতি পরিচিত মুখ লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মনে করা হচ্ছে এই স্পিন অলরাউন্ডারকে দলে নিতে একেবারে আপ্রাণ চেষ্টা করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশিরভাগ দল। সেই তালিকায় থাকতে পারে কলকাতাও।
চতুর্থ প্লেয়ার
লখনউ সুপার জায়ান্টস থেকে বাদ পড়েছেন ভারতের তারকা স্পিনার রবি বিষ্ণোই। বছর 25 এর এই প্লেয়ারের বোলিংকে ভয় পায় বহু ব্যাটার। কাজেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে এই প্লেয়ারকে কিনতে কার্যত জান লড়িয়ে দেবে IPL এর দলগুলি। যদিও সেই তালিকায় নাম থাকবে না LSG র। মনে করা হচ্ছে, গোয়েঙ্কার দল আর এই ভারতীয় প্লেয়ারকে কিনবে না।
পঞ্চম প্লেয়ার
জল্পনা মতোই KKR এর বিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার। মূলত নিজের খারাপ পারফরমেন্সের কারণেই কলকাতায় আর জায়গা হয়নি তাঁর। তবে রিপোর্ট বলছে, আসন্ন নিলামে এই প্লেয়ারকে কিনতে বিপুল অর্থ খরচ করতে পারে IPL এর দলগুলি। কলকাতা নাইট রাইডার্সও যদি শেষ মুহূর্তে গিয়ে আইয়ারকে ফিরিয়ে নেয় সেক্ষেত্রে তা অবাক হওয়ার মতো বিষয়ই হবে।
অবশ্যই পড়ুন: একজন নয়, রাসেলের বিকল্প হিসেবে এই দুই বিদেশি অলরাউন্ডারকে কিনতে পারে KKR
ষষ্ঠ প্লেয়ার
দীর্ঘ 11 বছর পর প্রথমবারের মতো ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা। নতুন করে এই প্লেয়ারকে আর দলে নেওয়ার কোনও ইচ্ছে নেই শাহরুখ খানের KKR এর। তবে কলকাতা তাদের পুরনো সঙ্গীকে ফিরিয়ে না নিলেও এই ক্যারিবিয়ান দানবকে কিনতে নিলাম টেবিলে বড় বিড করতে পারে চেন্নাই সুপার কিংস। একইভাবে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংসের মতো দলও শাহরুখের KKR থেকে বাদ পড়া ফিনিশারকে কিনতে বড় অর্থ খরচ করতে পারে।