বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় পদক্ষেপ UIDAI-র। নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে একের পর এক 12 অঙ্কের আধার নম্বর। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মোট 1.17 কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু কেন এমন পদক্ষেপ? হঠাৎ কোন কারণে আধার নম্বর নিষ্ক্রিয় করার পথে হাঁটলো UIDAI?
কেন এমন পদক্ষেপ নিল UIDAI?
PTI-র রিপোর্ট বলছে, মূলত মৃত ব্যক্তিদের আঁধার নম্বর অপব্যবহার রোধ করতে এই নয়া পদক্ষেপ গ্রহণ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI। জানা যাচ্ছে, বিশেষ উদ্যোগের হাত ধরে নতুন পরিসেবা চালু করেছে UIDAI।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারিভাবে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে এবার থেকে মৃত্যুর রিপোর্টিং করার যাবে। এর উদ্দেশ্য একটাই, দেশের কোনও পরিবারে কারোর মৃত্যু হলে পরিবারের তরফে যাতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা সহজেই জানানো যায়।
রিপোর্ট দাবি করছে, এমন নতুন উদ্যোগের পাশাপাশি আধার কার্ডের ডেটাবেসের নির্ভুলতা বজায় রেখে বিভিন্ন ব্যক্তিদের মৃত্যুর রেকর্ড খতিয়ে দেখার পরই মৃত ব্যক্তিদের আঁধার নম্বর নিষ্ক্রিয়করণের কাজ চলছে। আপাতত যা খবর, মূলত সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে দেশের 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 1.55 কোটি মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। আর সেই তথ্য খতিয়ে দেখার পরই সেখান থেকে 1.17 কোটি মৃত ব্যক্তি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে UIDAI। বাকি আধার নম্বর গুলির ওপরও কাজ চলছে বলেই খবর।
অবশ্যই পড়ুন: ১৯ জুলাই হচ্ছে না কলকাতা ডার্বি, কবে গড়াবে মোহন-ইস্টের হাই ভোল্টেজ ম্যাচ?
এক নজরে আধার নিষ্ক্রিয়করণের গোটা প্রক্রিয়া
বলে রাখি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয়করণের কাজ জটিল না হলেও একেবারে সহজ নয়। গোটা প্রক্রিয়াটি কিছুটা হলেও সময় সাপেক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আধার নম্বর নিষ্ক্রিয়করণের জন্য মৃত ব্যক্তির ক্ষেত্রে, প্রথমে মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্যকে মৃতের সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ দেখিয়ে UIDAI-র মাই আধার পোর্টালে ওই ব্যক্তির আধার নম্বর, ডেথ সার্টিফিকেট, মৃত্যুর রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরবর্তীতে গোটা প্রক্রিয়া যাচাই করার পরেই আধার নম্বর নিষ্ক্রিয় করনের কাজ শুরু হবে। বলে রাখি, এই প্রক্রিয়ার হাত ধরেই আগামী দিনেও মৃত ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখে আধার নম্বর নিষ্ক্রিয়করণের কাজ চলবে।