নীতিশ কুমারকে ছাড়াই সরকার গঠন করতে পারবে বিজেপি, দেখে নিন বিহারের নতুন সমীকরণ

Nitish Kumar

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রকাশ্যে বিহার নির্বাচনের ফলাফল। আর তাতে এনডিএ-র বেশ শক্তিশালী ভাবেই জয় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিজেপি ৯৪টি আসনে এগিয়ে। তবে এই প্রবণতা যদি জয়ে রূপান্তরিত হয়, তাহলে নীতিশ কুমার (Nitish Kumar) ছাড়াও বিহারে বিজেপি সরকার গঠিত হতে পারে। কিন্তু কীভাবে?

আসলে জেডিইউ ছাড়াও এনডিএ-র আসন সংখ্যা ১২২-এ পৌঁছে গিয়েছে। আর নতুন সমীকরণ অনুযায়ী বিজেপি এখনও পর্যন্ত ৯৪টি আসনে এগিয়ে। সেখানে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি রয়েছে ১৯টি আসনে, জিতন রাম মাঝির এইচইউএম রয়েছে ৫টি আসনে আর উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মর্চা রয়েছে ৪টি আসনে এগিয়ে। সব দলের মোট আসন দাঁড়াচ্ছে ১২২।

নীতিশ কুমারকে ছাড়াই হতে পারে বিজেপির সরকার গঠন

বলাবাহুল্য, বিধানসভা নির্বাচনে বিজেপি এবং জেডিইউ উভয়ই ১৩১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিজেপি ৯৪টি আসন নিয়ে শক্তপোক্ত ভাবে অবস্থান করছে। তবে মহাজোট নির্বাচনের জন্য তেজস্বী যাদবকে এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। অন্যদিকে বিজেপি মঞ্চে নীতিশ কুমারকে প্রশংসা করলেও কখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি। প্রতিবারই বিরত থাকা হয়েছিল যে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে বিধানসভা দলের সভা থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। সেক্ষেত্রে নীতিশ কুমারকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে নাও দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ এই কার্ডে মাসে ৩০০০ টাকা পেনশন দেবে কেন্দ্র সরকার, কীভাবে বানাবেন জানুন

এদিকে ২০২০ সালে বিহার নির্বাচনে বিজেপি এনডিএ-র ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৪টি আসনে জয়লাভ করেছিল। আর সেখানে জেডিইউ ১১৫টির মধ্যে জয় পেয়েছিল ৪৩টি আসনে। ২০২৫ সালে বিজেপিকে ৯টি আসন কম দেওয়া হয়েছে, যেখানে জেডিইউ ১৪টি আসনে হেরে গিয়েছে। তবে তা সত্ত্বেও বিজেপি ১০১টি আসনের মধ্যে মোট ৯৪টিতে এগিয়ে। আর সে থেকেই স্পষ্ট হচ্ছে যে, বিহারে গেরুয়া ঢেউ বইছে। ইতিমধ্যে জনসুরাজ এবং অন্যান্য বিরোধী দলগুলি মহাজোটের ভোটের ভাগও কমিয়েছে। যাতে সরাসরি লাভবান হচ্ছে এনডিএ। তবে নীতিশকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখা যাবে কিনে সে নিয়ে থাকছে সংশয়।

Leave a Comment