নেই বেতন, তবুও মাসে ৩৬০০০ টাকা আয় করতে পারেন ডেলিভারি বয়েরা! জানুন কীভাবে

Delivery Boy Income

সৌভিক মুখার্জী, কলকাতা: অনলাইনের দুনিয়ায় এখন আর কেনাকাটা করতে বাইরে যাওয়ার দরকার পড়ে না। হ্যাঁ, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি বয় এখন আমাদের দরজার সামনে অর্ডার নিয়ে হাজির হয়। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন, এরা মাসে কত রোজগার (Delivery Boy Income) করে?

সবথেকে অবাক করার বিষয় হল, ডেলিভারি বয়দের মাসিক কোনো নির্দিষ্ট বেতন নেই। তবুও একজন কর্মী মাসে 36 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে। কিন্তু কীভাবে সম্ভব? জানতে হলে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

কীভাবে হওয়া যায় ডেলিভারি হয়?

যদি আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা মিশোর ডেলিভারি বয় হতে চান, তাহলে কোম্পানির অফিসে গিয়ে আবেদন করতে হবে। সেখানে ফর্ম পূরণের পর ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে পাঁচদিনের ট্রেনিং হবে। এরপর নির্বাচিত এলাকায় প্যাকেজ ডেলিভারির দায়িত্ব দিয়ে দেওয়া হয়।

ট্রেনিং-এ কী কী শেখানো হয়?

প্রশিক্ষণ চলাকালীন ডেলিভারি বয়দের বিভিন্ন কাজকর্ম শেখানো হয়। যেমন কাস্টমারদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, কোন কোন রুটে দ্রুত ডেলিভারি করা যাবে, ভঙ্গুর জিনিসপত্রগুলি কীভাবে নিরাপদে পৌঁছে দিতে হবে এবং পেমেন্ট সংক্রান্ত সমস্ত নিরাপত্তার খুঁটিনাটি তথ্য। এক কথায়, গ্রাহকদের হাতে সঠিকভাবে এবং নিরাপদে যাতে ডেলিভারি সামগ্রী পৌঁছে দেওয়া যায়, তার সব ধরণের প্রস্তুতি শেখানো হয়।

প্রতিটি পার্সেলে কত টাকা আয় হয়?

সাধারণত অ্যামাজনে একজন ডেলিভারি বয় প্রতি পার্সেলে 12 টাকা করে পায়। আর যে সমস্ত এলাকায় অর্ডার বেশি আসে, সেখানে দিনে প্রায় 100টি পর্যন্ত পার্সেল ডেলিভারি করা যায়। ফলে গড়ে 80 থেকে 100টি পার্সেল ডেলিভারি করলেই মাসিক 36 হাজার টাকা আয় হয়। অর্থাৎ, বেতন না থাকলেও পরিশ্রম করলেই মোটা অংকের টাকা আয় করা যায় এই পেশায়।

তবে এক্ষেত্রে উল্লেখ্য, প্রশিক্ষণ চলাকালীন ডেলিভারি বয়দের সতর্ক করা হয় যে, যদি কোনো পার্সেল তাদের অসতর্কতায় ভেঙে যায়, তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে। আর যদি কোনো প্যাকেজ হারিয়ে যায়, তাহলে 800 টাকা জরিমানা গুনতে হবে। এজন্যই প্যাকেট হাতে নেওয়ার সময় কোনো ক্ষতচিহ্ন থাকলে তা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুনঃ শুধুই কি স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়? খোলসা করলেন অমিত শাহ

ডেলিভারি বয়দের অতিরিক্ত সুবিধা

তবে ডেলিভারি বয়দের শুধুমাত্র আয় নয়, বরং নির্দিষ্ট কিছু সুবিধাও থাকে। হ্যাঁ, কোম্পানি তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে বীমার সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে বাইক এক্সিডেন্ট ইন্সুরেন্স দেওয়া হয়, যা কাজের ক্ষেত্রে সুরক্ষার জন্য সবথেকে জরুরী।

Leave a Comment