নেতাজী ও আজাদ হিন্দ ফৌজের প্রতি অভিনব শ্রদ্ধা, ডিজেল লোকোতে চমক রেলের

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার নজির গড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি সাম্প্রতিক শ্রদ্ধাঞ্জলি হিসেবে, NFR-এর অধীনে শিলিগুড়ি ডিজেল লোকো শেড ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী – নেতাজি সুভাষ চন্দ্র বসু – এবং তাঁর কিংবদন্তি আজাদ হিন্দ ফৌজ- এর প্রতি শ্রদ্ধাঞ্জলি উৎসর্গ করেছে। নিশ্চয়ই ভাবছেন কী করেছে রেলওয়ে? তাহলে জানিয়ে রাখি, দেশাত্মবোধক উদ্যোগের অংশ হিসেবে, ডিজেল লোকো শেডটি তার WDP-4B ডিজেল লোকোমোটিভ (Diesel locomotive) নম্বর 40023-কে পুনরায় রঙ করেছে এবং নতুন নামকরণ করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই নতুন মেকওভার দেখে চমকে গিয়েছেন সকল মানুষ।

নজির গড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে

জানা গিয়েছে, উন্নত IGBT-ভিত্তিক প্রযুক্তির জন্য পরিচিত এই উচ্চ-ক্ষমতাসম্পন্ন ৪,৫০০ হর্সপাওয়ার ইঞ্জিন WDP-4B ডিজেল লোকোমোটিভ (নং ৪০০২৩), ত্রিবর্ণরঞ্জিত এবং জাতীয় পতাকার নকশা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি নতুন রূপ দেওয়া হয়েছে। লোকোমোটিভটি এখন দেশপ্রেমের গর্বের একটি চলমান প্রতীক এবং নেতাজি এবং তাঁর INA-এর ত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজ করে। ভাইরাল হয়েছে ছবি।

কী জানাচ্ছেন রেলওয়ে?

এই প্রসঙ্গে এনএফআর জানিয়েছে, এই উদ্যোগটি গণপরিবহনের দৈনন্দিন প্রতীকগুলির মাধ্যমে ভারতের সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণ এবং উদযাপনের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। নতুন সজ্জিত লোকোমোটিভ, তার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি, এখন ভারতের স্বাধীনতা আন্দোলন এবং এতে অবদান রাখা পুরুষ ও মহিলাদের সাহসের একটি দৃশ্যমান স্মারক হিসেবে কাজ করে। আজাদ হিন্দ ফৌজকে উৎসর্গ করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের ৭০০ টাকা বাড়ল হলুদ ধাতুর দর, রুপো নিয়েও দুঃসংবাদ! আজকের রেট

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই লোকোমোটিভ ৪০০২৩, যা এখন সাহস এবং দৃঢ়তার চাক্ষুষ স্বাক্ষর বহন করে, কেবল একটি পরিবহন ইঞ্জিন হিসেবেই নয় বরং চলমান অনুপ্রেরণা হিসেবেও কাজ করে – সকলকে ভারতের স্বাধীনতার পথকে রূপদানকারী অদম্য ইচ্ছাশক্তির কথা মনে করিয়ে দেয়। এই ইঞ্জিনটিতে আপনি নানা রঙের মিশ্রণ দেখতে পাবেন। রয়েছে হলুদ,সবুজ তো আবার রয়েছে নীল সাদা রঙ। সবথেকে বেশি আকর্ষণ করছে বিশেষ হরফে লেখা ‘BOSE’ লেখাটি।

Leave a Comment