নোংরা প্লাস্টিক বর্জ্য থেকে পেট্রোল তৈরি করছে চিন, নেপথ্যে ‘বিশেষ প্রযুক্তি’

Petrol from plastic waste US and China scientists developed a one step method

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা জানতে বাকি নেই কারোরই। এবার সেই বিষাক্ত প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে পেট্রোল তৈরি করল আমেরিকা এবং চিনের বিজ্ঞানীরা। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, বিশেষ প্রযুক্তির দৌলতে প্রথমবারের মতো 95 শতাংশেরও বেশি প্লাস্টিক বর্জ্যকে পেট্রোলে রূপান্তরিত করা গিয়েছে। তাও আবার স্বাভাবিক তাপমাত্রায়। কীভাবে সম্ভব হল সব?

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে পেট্রোল

ওই রিপোর্ট অনুযায়ী বিজ্ঞানীদের দাবি, মিশ্র প্লাস্টিক বর্জ্যকে নষ্ট না করে পুনরায় ব্যবহারের মধ্যে দিয়ে পেট্রোল তৈরির বিষয়টি বৃত্তাকার অর্থনীতিকে সমর্থন করে। আমেরিকার প্যাসিফিক নর্থ-ওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ এবং চিনের ইস্ট চায়না নরমাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীরা সম্মিলিতভাবে প্লাস্টিক বর্জ্য থেকে পেট্রোল তৈরির গবেষণা চালিয়েছিলেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট বলছে, এই বিশেষ পদ্ধতিতে শুধুমাত্র যে শুধুই পেট্রোল উৎপাদন করা যায় তেমনটা নয়। পাশাপাশি মিশ্র প্লাস্টিক বর্জ্যকে বিশেষ প্রযুক্তির হাত ধরে রাসায়নিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডেও রূপান্তরিত করা যায়। যা মূলত জল পরিশোধন, ওষুধ তৈরি, খাদ্য ও পানীয় শিল্প এবং পেট্রোলিয়াম খাতে ব্যবহার করা হয়ে থাকে।

অবশ্যই পড়ুন: ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন শ্রেয়স আইয়ার, হবেন অধিনায়কও! বলে দিলেন তিনি

কেন এই বিশেষ প্রযুক্তি বেশি কার্যকরী?

বিজ্ঞানীদের মতে, সাধারণত আগে প্লাস্টিক পোড়াতে এবং তা থেকে জ্বালানি তৈরি করতে পিভিসিকে প্রথমে ডিক্লোরিনেটেড করতে হতো। কারণ এর থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়। আর এই গোটা প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ ছিল। শুধু তাই নয় এতে প্রচুর শক্তিও খরচ হতো। তবে নতুন প্রযুক্তির হাত ধরে বিজ্ঞানীরা প্লাস্টিকের বর্জ্যকে একেবারে হালকা আইসোয়ালকেন নামক হাইড্রোকার্বনের সাথে মিশিয়েছিলেন।

পরীক্ষায় দেখা গিয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, নরম পিভিসি পাইপ 95 শতাংশ পর্যন্ত এবং শক্ত পিভিসি পাইপ 99 শতাংশ পর্যন্ত পেট্রোলে রূপান্তরিত হচ্ছে। শুধু তাই নয়, পিভিসিকে অন্যান্য প্লাস্টিকের সাথে মিশিয়ে পরীক্ষা করা হয়েছিল, সেখানে দেখা গেছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 96 শতাংশ বর্জ্য পেট্রোলে রূপান্তরিত হয়েছে। যার অর্থ, একেবারে নোংরা এবং মিশ্র প্লাস্টিক বর্জ্য দিয়েও পেট্রোল তৈরি করা যায়।

Leave a Comment