নোটিশ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না! SIR নিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কমিশন

BIhar SIR

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে বিহারে চলছে নিবিড় সংশোধন প্রক্রিয়া, অর্থাৎ SIR (Bihar SIR)। এই প্রক্রিয়াকে ঘিরে বর্তমানে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন কমিশন এবার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল, কোনো যোগ্য ভোটারের নাম নোটিশ বা শুনানির সুযোগ কিংবা কারণ সহ আদেশ ছাড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কমিশনের দাবি, সমস্ত যোগ্য ভোটারের নাম চূড়ান্ত তালিকায় রাখতে হবে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অভিযোগ করছে যে, বিহারের ভোটার তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম ভুল ভাবে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকা প্রকাশের প্রক্রিয়াও সেরকম স্বচ্ছভাবে হয়নি। গত 6 আগস্ট সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে হলফনামা দিয়েছিল। আর সেখানে বিষয়টি স্পষ্ট করারও নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 13 আগস্ট।

নির্বাচন কমিশন কী বলছে?

তবে এই মামলার ভিত্তিতে কমিশন জানাচ্ছে যে, এফআইআরের প্রথম ধাপ ইতিমধ্যে শেষ হয়েছে এবং 1 আগস্ট, 2025 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর বুথ লেভেল অফিসার ঘরে ঘরে গিয়েই তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি মোট 7.59 কোটি ভোটারের মধ্যে 7.24 কোটি ভোটার নিজের প্রমাণ দিতে পেরেছে।

আরও পড়ুনঃ ভয়ে ভয়ে চলে বাকিরা, জেলে ‘বহাল তবিয়তে’ সঞ্জয়! ঘরে রয়েছে AC, TV

যাচাই প্রক্রিয়ায় কারা ছিলেন?

উল্লেখ্য, এই প্রক্রিয়ায় 38 জন জেলা নির্বাচন আধিকারিক, 243 জন রেজিস্ট্রেশন অফিসার, 77,895 জন বিএলও, 2.45 লক্ষ স্বেচ্ছাসেবক এবং 1.60 লক্ষ বুথ লেভেল এজেন্ট যুক্ত ছিলেন। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে সময় সময় মিসড ভোটার তালিকাও দেওয়া হয়েছে। এমনকি অভিবাসী শ্রমিকদের 246টি সংবাদপত্রে বিজ্ঞাপন, অনলাইন অফলাইন ফর্ম সংশোধনের জন্য বিশেষ শিবির, সবকিছুই আয়োজন করা হয়েছিল। আর সেখানে 2.5 লক্ষ স্বেচ্ছাসেবক নিযুক্ত ছিল।

উল্লেখ্য, কমিশন এবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা হবে, তাদেরকে আগে থেকেই নোটিশ পাঠাতে হবে এবং ভোটারের শুনানির সুযোগ থাকবে। পাশাপাশি কারণ সহ যোগ্য আধিকারিককে আদেশনামা জমা দিতে হবে। এমনকি দাবি আপত্তি জানানো যাবে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, যা সাত কার্য দিবসের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে।

Leave a Comment