সহেলি মিত্র, কলকাতাঃ নভেম্বর মাস শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। অপরদিকে এখনও অবধি বাংলার মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার (Bengal DA Case) চূড়ান্ত রায়দান করে উঠতে পারল না সুপ্রিম কোর্ট। আদৌ শুনানি হবে কি? মামলা উঠবে কি এ বছর আদালতে? বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন এই প্রশ্নই তুলছেন। অসংখ্য কর্মী এবং অবসরপ্রাপ্তদের স্বপ্ন, দীর্ঘশ্বাস ঘিরে রয়েছে এই ডিএ মামলায়। কবে সুরাহা হবে? সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। যাইহোক, এবার এই বিষয়ে সামনে এল বড় আপডেট।
ডিএ মামলা কি উঠছে?
জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর বেঞ্চ রিকন্সটিউট হওয়ার খবর পান সরকারি কর্মীরা। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে বাংলার ডিএ মামলার শুনানি হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁরাই কিন্তু শুনেছিলেন। যাইহোক, আজ ২৬ নভেম্বর দুপুর ২ টোর সময়ে রিকন্সটিউট হয়েছে। ৯ নম্বর ঘরে এই দুই বিচারপতির বেঞ্চ বসছে। তাহলে কি বাংলার ডিএ প্রসঙ্গ উঠবে? উত্তর হল না। এরকম কোনও ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। সাপ্লিমেন্টারি লিস্ট হয়তো রাতের দিকে বেরোবে। সেখানে যদি DA মামলার প্রসঙ্গ থাকে তাহলে শুনানি হলেও হতে পারে। অবশ্য সুপ্রিম কোর্টের তরফে জারি করা নোটিশে কিন্তু বাংলার ডিএ মামলার কোনও উল্লেখ নেই।
২০১৬ থেকে শুরু হওয়া পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি এখনও অবধি হয়নি। এদিকে আদালতে এই বিষয়ে তারিখ পে তারিখ হয়েছিল। তবে গত ৭ নভেম্বর এই বিষয়ে শুনানি শেষ করে দেশের শীর্ষ আদালত। মাঝে দুর্গাপুজো, কালীপুজো ছিল বলে কোর্ট দীর্ঘদিন বন্ধ ছিল। তবে মাঝে এখন খোলাও রয়েছে, কিন্তু এখনও অবধি এই মামলার চূড়ান্ত শুনানি করেননি বিচারক। কবে করবেন? সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে, আদৌ হবে কিনা, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।
বড় বার্তা মলয় মুখোপাধ্যায়ের
বেঞ্চ রিকন্সটিউট ইস্যুতে এবার বড় মন্তব্য করেছেন সরকারি কর্মচারীদের নেতা মলয় মুখোপাধ্যায়। তিনি জানান, ‘দুপুর ২টোর সময়ে ডিএ মামলার কোনও প্রসঙ্গ উঠবে কিনা সে বিষয়ে আমরা এখনও কোনও নিশ্চয়তা পাইনি। আমরা বিচারপতিকে এই স্পেশাল বেঞ্চ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেছিলেন এরকম স্পেশাল বেঞ্চ হতে হতে একদিন ডিএ মামলার চূড়ান্ত রায়দানও হবে। অপেক্ষায় আমাদের থাকতেই হবে।’