বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরে এসেই ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন ভারতীয় বোলিং বিভাগের মাথা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah New Record)। গতকাল নিজের প্রথম উইকেট ভেঙেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট পূরণ করে ফেলেন ভারতীয় তারকা। শুধু তাই নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হিসেবে নজির গড়েছেন বুমরাহ। তবে এসব সত্ত্বেও এড়ানো যায়নি বিতর্ক। অনেকেরই দাবি, গতকাল দক্ষিণ আফ্রিকার যে উইকেট ভেঙে জসপ্রীত 100 উইকেট সম্পূর্ণ করেছিলেন সেটা নাকি নো বল ছিল। ক্যামেরার অ্যাঙ্গেলও সেই কথায় সায় দিচ্ছে!
নো বলে 100 উইকেট নিয়ে প্রথম ভারতীয় বোলার হয়ে উঠলেন বুমরাহ?
দক্ষিণ আফ্রিকার ইনিংস তখন 10.2 বলে। বুমরাহর বল তুলে মারতে গিয়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের ধরা পড়ে যান প্রোটিয়া তারকা ডেওয়াল্ড ব্রেভিস। তবে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে যে বলে আউট করেছিলেন বুমরাহ, সেটা নাকি নো বল ছিল। আম্পায়ার অবশ্য ফ্রন্ট ফুট নো বল পরীক্ষাও করেন। তবে পরবর্তীতে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। আম্পায়ারের মতে ওই বলটি বৈধ ছিল। তবে ম্যাচ পরীক্ষক সবুজ সংকেত দিলেও ক্যামেরা অন্য কথা বলছে।
এদিন বল করতে যাওয়ার সময় বুমরাহর দৈহিক গতিবিধি ধরা পড়ে ক্যামেরায়। ক্যামেরার অ্যাঙ্গেল বলছে, ওভার স্টেপ করেছেন বুমরাহ। অর্থাৎ বল করার সময় ভারতীয় তারকার পা পপিং ক্রীজের পেছনে ছিল না। বরং তা এগিয়ে লাইনের বাইরে ছিল। এমনকি ধারাভাষ্যকার এমবাংওয়া, মুরলী কার্তিকও বলটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ নিয়ে নেটিজেনদের বক্তব্য, সেটা নো বল হলেও কটকের মাঠে 100 উইকেট আটকে থাকতো না জসপ্রীতের।
অবশ্যই পড়ুন: টানা ৯০ দিন বন্ধ গ্লেনারিসের পানশালা! কী কারণে? রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মালিক
উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও দক্ষিণ আফ্রিকাকে 176 রানের লক্ষ্য দিয়েছিল ভারত। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল প্রোটিয়াদের। ভারতীয় বোলিং বিভাগের সামনে নাকখর দিয়ে একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। না বললেই নয়, এদিন মাত্র 17 রান হজম করে 3 ওভারে দুটি উইকেট নিয়েছিলেন বুমরাহ।