সৌভিক মুখার্জী, কলকাতা: যারা পঞ্চায়েতে এলাকায় বসবাস করে তাদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, এবার পৌরসভার মতো গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকরাও ডিজিটাল ভাবে ইনকাম বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করতে পারবে (Income Certificate)। হ্যাঁ, এখন অনলাইনের মাধ্যমেই হচ্ছে আবেদন। কারণ, স্কুল-কলেজ বা চাকরির যে কোনও ক্ষেত্রেই অনলাইনে ডিজিটাল সার্টিফিকেটের চাহিদা তুঙ্গে। সে কারণেই এখন খুব সহজে WBPMS পোর্টালের মাধ্যমে আপনি এই ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। কিন্তু কীভাবে বানাবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কীভাবে বানাবেন ইনকাম সার্টিফিকেট?
অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট বানাতে হলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজার খুলে “WBPMS” লিখে সার্চ করতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- তারপর সিটিজেন কর্নার অপশনটিতে যেতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে পোর্টালে লগইন করতে হবে।
- এরপর লগইন করার পর আপনাকে নিজের জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করতে হবে।
- তারপর আবেদনকারীর নিজের নাম, অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে। মনে রাখবেন, নামের বানান যেন কোনওভাবেই ভুল না হয়।
- এরপর আপনি কোন সার্টিফিকেট চাইছেন সেটিকে সিলেক্ট করতে হবে। সে আপনি রেসিডেন্সি সার্টিফিকেট নিতে পারেন বা ইনকাম সার্টিফিকেট।
- তবে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে বার্ষিক আয় এবং তার উৎস ইনপুট করতে হবে।
- এরপর সমস্ত তথ্য দেওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- তারপর সাবমিট করে দিতে হবে।
বলে রাখি, আবেদন জমা দেওয়ার পর আপনাকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর পুনরায় একই পদ্ধতিতে লগইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। যদি আপনারা আবেদনটি পঞ্চায়েত প্রধান বা আধিকারিক দ্বারা অনুমোদিত হয়ে যায়, তাহলে সেখানে”Ready to Download” নামের একটি অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই আপনি ডিজিটাল সই যুক্ত ইনকাম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।
আরও পড়ুন: এসএসসি-কে দাগি ৭,২৯৩ জনের পুরো তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার!
কী কী ডকুমেন্ট দরকার হবে?
অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট বানানোর জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হচ্ছে সেগুলি হল—
- নিজের পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙিন ছবি,
- ভোটার আইডি কার্ড। তবে মনে রাখবেন, ভোটার আইডি কার্ডের দুইদিক স্ক্যান করতে হবে।
- পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড।
- পঞ্চায়েত প্রধানের দেওয়া সার্টিফিকেট। মনে রাখবেন, তাতে প্রধানের স্ট্যাম্প এবং সই থাকতে হবে।