বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত পথকুকুর, সুপ্রিম কোর্টের এমন রায়ের পর রাজধানীর রাজপথে প্রতিবাদ মিছিলে পা বাড়িয়েছিলেন দেশের বহু পশুপ্রেমী। চারপেওদের নিয়ে আদালতের রায়ে কার্যত উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ!
তবে অবশেষে দীর্ঘ আন্দোলনের পর রায় বদল করেছে দেশের শীর্ষ আদালত। তবে যাদের জন্য এতকিছু, এবার সেই পথকুকুরের হামলায় একেবারে ক্ষতবিক্ষত হলেন উত্তর প্রদেশের কানপুরের এক কলেজ ছাত্রী। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, কুকুরের কামড়ে ওই তরুনীর মুখে অন্তত 17টি সেলাই পড়েছে।
কলেজ থেকে ফেরার পথেই আক্রান্ত হন তরুণী
রিপোর্ট অনুযায়ী, গত 20 আগস্ট বুধবার কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উত্তরপ্রদেশের কানপুরের BBA-র ছাত্রী বৈষ্ণবী সাউ। এমন সময়ে মাঝ রাস্তায় হঠাৎ ওই তরুণী দেখেন, কয়েকটি কুকুর একদল বাঁদরকে তাড়া করেছে। এমন সময়ে ভয়ে ভয়ে কোনও মতে পাশ কাটিয়ে বেরিয়ে আসছিলেন তিনি, ঠিক সেই সময়ে তাঁর উপর একেবারে ঝাপিয়ে পড়ে 3টি কুকুর।
জানা গিয়েছে, ওই তিন পথকুকুর এতটাই হিংস্র ছিল যে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি বৈষ্ণবী। কুকুরের কামড়ে চোখ, মুখে এমনকি শরীরের নানান জায়গা কার্যত ক্ষতবিক্ষত হয়ে যায় ওই তরুনীর! এরপরই কুকুরদের ক্রমাগত কামড়ের কারণে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন কলেজ ছাত্রী। শেষ পর্যন্ত তাঁর চিৎকার শুনে এগিয়ে যান কয়েকজন পথচারী। তড়িঘড়ি ওই কুকুরদের তাড়িয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অবশ্যই পড়ুন: মহাকাশ জগতে ঝড় তুলবে ভারত! শতাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ISRO
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কুকুরের কামড়ে বৈষ্ণবীর গালের ডান পাশ অনেকটাই চিরে গিয়েছে। এছাড়াও সারা শরীরে কুকুরের আঁচড় এবং কামড়ের দাগ রয়েছে তাঁর। বিশেষত ওই কলেজ ছাত্রীর মুখে 17টি সেলাই পড়েছে বলেই জানায় ওই তাঁর কাকা। সব মিলিয়ে, পথকুকুরদের হামলায় মেয়ের এমন অবস্থা হওয়ায় যথেষ্ট আতঙ্কে রয়েছে বৈষ্ণবীর পরিবার। ঠিক তার বিপরীতে, পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় বদল হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত পশুপ্রেমী মানুষজন।