পথে এল ট্রাম্প! বাণিজ্য বাধা দূর করতে মোদির সাথে কথা বলতে আগ্রহী

Donald Trump On India He wants to talk with Narendra Modi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে আর কোনওরকম চুক্তি সম্ভব নয় বলার পরও নরম হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On India)। বন্ধু বলে চেঁচিয়ে নয়া দিল্লির উপর মার্কিন প্রেসিডেন্ট যে চড়া শুল্ক চাপিয়েছেন তা বিশ্বের নানা মহলেই ব্যাপক সমালোচিত হচ্ছে। শুধু তাই নয়, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নিজের দেশেই কোণঠাসা ট্রাম্প। এহেন আবহ, বুধবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ এ ট্রাম্প লিখে ফেললেন, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলতে আগ্রহী তিনি!

সুর নরম করে পোস্ট ট্রাম্পের

ভারতের উপর 50 শতাংশ শুল্কের বোঝা চাপতেই ওয়াশিংটন এবং নয়া দিল্লির মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প এবং মোদির ব্যক্তিগত সম্পর্কও ধাক্কা খেয়েছে বলা যায়। আর ঠিক সেই আবহে এবার বন্ধুর প্রতি দরদ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর নরম করলেন আমেরিকান প্রেসিডেন্ট।

বুধবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ এ আমেরিকান প্রেসিডেন্ট সরাসরি লিখলেন, আমি আনন্দের সাথে ঘোষনা করছি যে, ভারত এবং আমেরিকার বাণিজ্য বাধা দূর করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। আমি আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভাল বন্ধু, প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলতে আগ্রহী। এরপরই, মার্কিন প্রেসিডেন্ট জানান, আমি নিশ্চিত যে উভয় মহান দেশকে একটি সফল সিদ্ধান্তে পৌঁছে দিতে আমাদের কোনও অসুবিধা হবে
না!

Donald Trump On India He wants to talk with Narendra Modi

ভারত, চিন, রাশিয়ার এক হওয়ার ভয়তেই পথে এলেন ট্রাম্প?

সম্প্রতি চিনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনের পর থেকেই ভারত, চিন এবং রাশিয়ার এক হওয়ার জুজু ধরেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মুখে সে কথা না বললেও, প্রতিমুহূর্তে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে লুকিয়ে থাকা আতঙ্ককে না চাইতেও প্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগেই, ভারত, চিন এবং রাশিয়ার তিন প্রধানের ঘনিষ্ঠতা দেখে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বাধ্য হয়েই লিখেছিলেন, আমরা ভারত ও রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি। এমন মন্তব্যের কিছুক্ষণ পর অবশ্য ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, মোদির সঙ্গে আমার সম্পর্ক অটুট থাকবে। আমেরিকার সাথে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। ভারতের উপর শুল্ক নিয়ে জোরাজুরির পর হঠাৎ কেন সুর নরম করছেন ট্রাম্প, চারিদিকে যখন এমন প্রশ্নের ছড়াছড়ি, ঠিক সেই পরিস্থিতিতে ফের ভারতের সাথে বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

অবশ্যই পড়ুন: হল না রেহাই! মোহনবাগানকে শাস্তি দিল IFA লিগ কমিটি

বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ মনে করছেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিলেও এশিয়ার ত্রিশক্তি এক হওয়ার ভয় ধরেছে মার্কিন প্রেসিডেন্টকে। মূলত সে কারণেই, বেশ কয়েকদিন ধরে ট্রাম্পের গলায় উঠে আসছে ভারতের গুনগান। শুধু তাই নয়, নয়া দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়নের মাঝে বারবার ট্রাম্পের মোদিকে বন্ধু বলে সম্মোধন বড় তাৎপর্য বহন করছে বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

Leave a Comment