পথ কুকুরদের খাওয়াতে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার! ৪৮৭টি রাস্তা চিহ্নিত করল KMC

Kolkata Municipal Corporation

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সোমবার অর্থাৎ ১১ আগস্ট শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে দিল্লি-এনসিআরের পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে নিতে হবে। যদি, এই কার্যক্রমে কেউ বাঁধা দেয় তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর তারপরেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। পথে নামেন হাজার হাজার সাধারণ মানুষ। শেষ পর্যন্ত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়। এমতাবস্থায় যেখানে পথকুকুরদের অপসারণ ঘিরে এই মুহূর্তে উন্মাদ অবস্থা দিল্লিতে সেখানে কলকাতায় পথ কুকুরদের জন্য নেওয়া হল এক অসাধারণ ব্যবস্থা।

কুকুরদের জন্য নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

দিল্লিতে পথ কুকুরদের বাঁচানোর জন্য সাধারণ মানুষরা একের পর এক প্রতিবাদ বিক্ষোভ করে চলেছে। আর সেই সময় শহরের পথকুকুরদের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে কলকাতা পুরসভা ৪৮৭টি রাস্তা চিহ্নিত করেছে যেখানে নির্দিষ্ট সময় অনুযায়ী পথকুকুরদের খাওয়ানো হবে। আসলে এই পরিকল্পনার মূল লক্ষ্য হল, একদিকে পথকুকুরদের খাবারের অভাব মেটানো, অন্যদিকে শহরের নাগরিক ও কুকুরদের মধ্যে অযথা সংঘাত কমানো। আর এই সিদ্ধান্তে বেশ খুশি কলকাতার পশুপ্রেমীরা।

বেড়েই চলেছে পথ কুকুরদের সংখ্যা

প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের তরফে পাঁচ বছর আগে পথকুকুরের একটি সমীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টে উঠে এসেছিল যে পথকুকুরের সংখ্যা প্রায় ৭০ হাজার। তবে এক NGO সূত্রে জানা যাচ্ছে, এখন প্রায় তিন লাখের মতো পথকুকুর শহরের গলি থেকে রাজপথ ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে তাঁদের নিরাপত্তার জন্য বেশ কিছু নিয়মকানুন আনা হতে চলেছে পুরসভার তরফ থেকে। আর সেগুলি যাতে আরও ভালো করে মানা হয়, তার জন্য বরোভিত্তিক ভেটেরেনারি ডাক্তার, স্থানীয় কাউন্সিলর অধবা তাঁর মনোনীত সদস্য এবং পশুপ্রেমী সংস্থাগুলিতে নিয়ে আলোচনা করে বেশ কয়েকটি বিষয়কে যুক্ত করা হতে চলেছে।

বেশ কিছু নিয়মও জারি করতে চলেছে পুরসভা

পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ড. রনিতা সেনগুপ্ত জানিয়েছেন, দিনের পর দিন পথকুকুরদের সংখ্যা বেড়েই চলেছে, এত সংখ্যক পথকুকুরদের খাওয়ানো পুরসভার পক্ষে সম্ভব নয়, তাই ধাপে ধাপে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। আর সেই কারণেই পুরসভা একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করতে চলেছে। যেখানে পথকুকুরদের জন্য সকাল ৭টার আগে ও সন্ধ্যে ৭টার পর নির্দিষ্ট স্থানে খাবার দেওয়া হবে। এবং খাবার শেষে স্থানটি ভালো করে পরিষ্কার করা হবে। তবে সবটাই বুঝে করতে হবে কারণ এক এলাকার কুকুরকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হলেই কুকুরদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকে, তাই সেটা যাতে না হয় তার নজর রাখতে বলা হয়েছে। এক্ষেত্রে পশুপ্রেমী এবং বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নিয়েই চূড়ান্ত তালিকা তৈরি করবে।

আরও পড়ুন: বেডের জন্য ৫০ হাজার দাবি! মৃত্যু ডেঙ্গু আক্রান্তের, গুরুতর অভিযোগ SSKM-র বিরুদ্ধে

পথ কুকুরদের দুর্ঘটনা নিয়ে সরব পুরসভার

এছাড়াও, কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নজর দিয়েছে কলকাতা পুরসভা। অনেক সময় বিভিন্ন তথ্যে উঠে আসছে কুকুরদের নির্বীজকরণ করতে পুরসভা বেশ ঢিলেমি দিচ্ছে, সেটা যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্য প্রতিটি ওয়ার্ডে কত সংখ্যক পথকুকুরের নির্বীজকরণ করা হচ্ছে, সেই তথ্য প্রতি মাসে স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্বীজকরণ প্রক্রিয়া দ্রুত এবং নিয়মিতভাবে চালানো হয়, তাহলে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আসবে এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। এছাড়াও পথ কুকুরদের দুর্ঘটনার প্রসঙ্গও উঠে এসেছে। সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যদি কেউ এমন ঘটনা দেখতে পান বা সন্দেহভাজন কাউকে চিহ্নিত করেন, তাহলে সঙ্গে সঙ্গে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Comment