বিক্রম ব্যানার্জী, কলকাতা: পদত্যাগ করতে চাইলেন ইস্টবেঙ্গল কোচ (East Bengal Coach)। আসলে স্থানীয় ক্রিকেটে, বেহাল অবস্থা লাল হলুদের। বর্তমানে জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোট 8 ম্যাচের মধ্যে পরপর 6টি ম্যাচেই ধারাবাহিকভাবে লজ্জাজনক পরাজয়ে মুখে পড়েছে শহরের এই দল। গ্রুপে ইস্টবেঙ্গল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পরিস্থিতি বেগতিক হয় রবিবার এরিয়ান দলের কাছে মুখ থুবড়ে পড়ার পর। আপাতত লাল হলুদের নকআউটে যাওয়ার আশা একপ্রকার শেষের পথে..
নিজে থেকেই পদত্যাগ করতে চাইলেন ইস্টবেঙ্গল কোচ
নকআউট পর্বের লড়াইয়ে রবিবার পেছনদিক থেকেই এরিয়ানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। এদিন লাল হলুদের সামনে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল প্রতিপক্ষ। সেই মতোই প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 172 রান তোলে দলটি। এদিন এরিয়ানের হয়ে হাফসেঞ্চুরি করেছিলেন বিশাল ভাটি। প্রতিপক্ষের কাছ থেকে বড় লক্ষ্য পেয়ে নড়েচড়েই জবাব দিতে নামে ইস্টবেঙ্গল।
গতকাল ব্যাট করতে হাতে নেমে, শুরুটা একেবারে দাপিয়ে করেছিল মশাল সেনা। এদিন ইস্টবেঙ্গলের ইনিংস দেখে মনে হচ্ছিল নিমিষেই গোটা ম্যাচ পকেটে পুরে নেবে তারা। রবিবার, 15.2 ওভারে একাই 132 রান তুলে দেন অরিন্দম ঘোষ এবং ঋতম পোড়েল। এই দুই বঙ্গ ক্রিকেটারের হাত থেকে যথাক্রমে 66 ও 77 রান পেয়েছিল লাল হলুদ।
হাতে 9 উইকেট বাঁচিয়ে রেখে 35 রানে আর মাত্র 28 বল দরকার ছিল জয়ের জন্য। কেউ ভাবতেই পারেনি এখান থেকেও ম্যাচ হারতে পারে ইস্টবেঙ্গল। রবিবার কিন্তু সেটাই হয়েছে। একেবারে অস্বাভাবিকভাবে 8 রানে জিততে জিততে ম্যাচ হেরে যায় মশাল দল। আর সেই লজ্জার পরাজয়ের পরই দায়িত্ব থেকে সরে যেতে চাইলেন ইস্টবেঙ্গলের কোচ সৈকত মুখোপাধ্যায়। ক্লাবের কাছে পদত্যাগের আবেদন জানিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে, আপাতত তাঁকেই বুঝিয়ে দায়িত্বে রাখা হচ্ছে।
অবশ্যই পড়ুন: শীতে গোড়ালি ফাটা থেকে বাঁচার উপায়, রইল ৫ ঘরোয়া টোটকা
উল্লেখ্য, জেসি মুখার্জি টি-টোয়েন্টিতে ইস্টবেঙ্গলের অবস্থা যেখানে বেহাল, সেই পর্বে দাঁড়িয়ে কামাল দেখাচ্ছে প্রতিবেশী মোহনবাগান। লাল হলুদের দুঃসময়ে ক্রিকেট কাকে বলে একেবারে বুঝিয়ে দিচ্ছে সবুজ মেরুন। না বললেই নয়, টুর্নামেন্টের 9 ম্যাচের মধ্যে 8টিতে জিতে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে জায়গা ধরে রেখেছে ইস্টবেঙ্গলের চরম প্রতিদ্বন্দ্বী।