পদত্যাগ করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, ইউনূসের বিরুদ্ধে বিরাট অভিযোগ সাহাবউদ্দিনের

Bangladesh President to resign from his duty allegations against Yunus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশের মসনদে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর আমলেই ওপারে বেড়েছে খুন, রাহাজানি, লুঠপাট ও সংখ্যালঘু অত্যাচারের মতো বিষয়গুলি। ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে পদ ছাড়ার কথা জানিয়ে দিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিন (Bangladesh President To Resign)। সম্প্রতি সংবাদ সংস্থা ররয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইউনূসকে নিয়ে বিস্ফোরক সব অভিযোগ তোলেন তিনি। সেই সাথে রাষ্ট্রপতির পদ ছাড়ার কারণও ব্যাখ্যা করেন সাহাবউদ্দিন।

কেন দায়িত্ব ছাড়তে চান বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি?

সংবাদ সংস্থা রয়টার্সকে ঢাকার বাসভবন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি সাহাবউদ্দিন নাকি খোলাখুলি জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সরকারের আমলে তিনি প্রচন্ড অপমানিত এবং কোণঠাসা হয়ে পড়েছেন। তাঁর কথায়, “আমি আমার দায়িত্ব ছাড়তে চাই। আমি বেরিয়ে যেতে চাই। ভোট হওয়া পর্যন্ত থাকছি। কারণ এটা আমার সাংবিধানিক দায়িত্ব।”

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির বক্তব্য, ইউনূস শাসনে তাঁর পদের গুরুত্ব দেওয়া হয়নি সে অর্থে। তাছাড়াও বিগত দিনগুলিতে তাঁকে একেবারে কোণঠাসা করে দেখা হয়েছিল। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁর গুরুত্ব প্রশ্নের মুখে পড়েছে। এসব নিয়েই আপাতত বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন সাহাবউদ্দিন। আর তারপরই খালি হয়ে যাবে ওপার বাংলার রাষ্ট্রপতির সিংহাসন।

অবশ্যই পড়ুন: বিদেশের মাটিতে পাকিস্তানের ক্লাবকে ২-০ গোলে দুরমুশ করল ইস্টবেঙ্গল!

ইউনূসকে নিয়ে কঠিন সব অভিযোগ করেন সাহাবউদ্দিন

রায়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি একেবারে সরাসরি আঙুল তোলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দিকে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ইউনূসের আমলে আমি কোণঠাসা। 7 মাস ধরে ইউনূসের সঙ্গে দেখা নেই। এমনকি আমার প্রেস বিভাগ তুলে দেওয়া হয়েছে।” এদিন ওপার বাংলার রাষ্ট্রপতি এও বলেন, বিশ্বের বিভিন্ন দূতাবাস থেকে সরিয়ে ফেলা হয়েছে তাঁর ছবি। গুরুত্ব নেই বললেই চলে.. অন্তর্বর্তী সরকারের আমলে তিনি যথেষ্ট অপমানিত বোধ করছেন।

Leave a Comment