পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ওলি, নেপাল ছেড়ে পালাচ্ছেন মন্ত্রীরা, গন্তব্য কোন দেশ?

Nepal Protest

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে কাঠমান্ডুর রাস্তায় জ্বলছে আগুন (Nepal Protest)। একের পর এক মন্ত্রীর পদত্যাগ, উত্তাল রাজধানী, আর তার মাঝেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পালানোর গুঞ্জন! হ্যাঁ, নেপাল যেন এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে। সূত্র মারফৎ খবর, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নাকি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই স্ট্যান্ডবাইতে তাঁর জন্য প্রাইভেট জেট রাখা রয়েছে।

কাঠমান্ডুতে তুমুল বিক্ষোভ

ছাত্র আন্দোলনের দ্বিতীয় দিন কাঠমান্ডুর বিক্ষোভ রক্তাক্ত রূপ নিয়েছে। Gen Z-এর পতাকা নিয়ে নেমে আসা হাজার হাজার তরুণ স্লোগান তুলছে, “কেপি চোর, দেশ ছাড়ো।” এমনকি ভাঙচুর হয়েছে একাধিক নেতার বাড়ি ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ওলির বাসভবন বালকোটেও। যদিও তখন তিনি বালওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি আবাসনে ছিলেন।

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী!

শেষ পাওয়া খবর অবধি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। গণবিদ্রোহের দাবি মেনে নিজের ইস্তফা সঁপে দিয়েছেন তিনি বলে জানা যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, নেপালের সেনা প্রধান অশোক রাজ সিদগলে কেপি শর্মা ওলির সাথে সাক্ষাৎ করে তাঁকে ইস্তফা দেওয়ার জন্য আবেদন জানান।

পাশাপাশি সেই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা হয়েছে বলে খবর। পুলিশের গুলিতে 19 জন যুবকের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্ষুব্ধ জনতা তাঁর বাড়ি ঘেরাও করে। ভক্তপুর থেকে শুরু করে ললিতপুর, কালিমাটি, কলাঙ্কি, বানেশ্বর, সব জায়গাতেই টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দিয়েছে বিক্ষোভকারীরা।

কেন এই বিক্ষোভ?

আসলে Gen Z এর দাবি, মন্ত্রীরা দীর্ঘদিন ধরেই দুর্নীতির কারাজালে ভুগছে। মন্ত্রীদের বিলাসবহুল জীবনযাত্রার ছবি ও ভিডিও ফাঁস করে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল তারা। এরপর সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ মোট 26 টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেয় নেপালে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার মত প্রকাশ দমনের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ ডিনামাইট চিবিয়ে ১৩ জনের প্রাণ রক্ষা করল পোষ্য, তবে বড় দাম চোকাতে হল তাঁকেও

উল্লেখ করার বিষয়, এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ওলি এক বিবৃতিতে জানিয়েছিলেন, দেশের পরিস্থিতি নিয়ে সমস্ত দলের সঙ্গে আমি আলোচনায় বসছি। বিকেল ছয়টায় সর্বদলীয় বৈঠক ডাকছি। সবাইকে অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন। তবে রাজনৈতিক মহল দাবি করছে, এই বৈঠকের আড়ালেই নাকি তিনি বিদেশে পলানোর পথ খুঁজছেন। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি India Hood।

Leave a Comment