পদত্যাগ করেছেন ওলি, এরই মধ্যে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

Rajyalaxmi Chitrakar nepal ex pm wife

সহেলি মিত্র, নেপালঃ বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। দেশ ছেড়ে পালাচ্ছেন নেতা মন্ত্রীরা। ইতিমধ্যে সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এসবের মাঝেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল নেপালে। জানা গিয়েছে, নেপালে কিছু বিক্ষোভকারী প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরকে (Nepal Ex PM WIfe) পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ।

প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

এমনিতে যত সময় এগোচ্ছে নেপালে ততই বিক্ষোভের আগুন ক্রমাগত বাড়ছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদত্যাগের পরেও বিক্ষোভকারীদের ক্ষোভ থামছে না। এদিকে একাধিক গণমাধ্যমের খবর অনুসারে, বিক্ষোভকারীরা ঝলনাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনায় খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তথ্য অনুসারে, কাঠমান্ডুর ডাল্লু এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি এই এলাকায়। হামলাকারীদের লাগানো আগুনে মারাত্মকভাবে দগ্ধ রাজ্যলক্ষ্মী চিত্রকরকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িও বিক্ষোভকারীদের ক্ষোভের শিকার হয়েছে। কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার পর যুবকদের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল সহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতার ব্যক্তিগত বাসভবনে হামলা চালায় এবং সংসদ ভবন ভাঙচুর করে।

হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা

ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভগুলি সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা এবং দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক শ্রেণীর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষের প্রতিফলন ঘটায়। কারফিউ এবং ভারী নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরেও কাঠমান্ডু এবং অন্যান্য স্থানে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। সোমবার বিক্ষোভ চলাকালীন পুলিশের হামলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর ঘটনায় কয়েকশো বিক্ষোভকারী তার অফিসে ঢুকে পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ার পরপরই ওলি পদত্যাগ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Comment