পদোন্নতির পরই ভারতকে কড়া হুঁশিয়ারি আসিম মুনিরের! কী বলল পাকিস্তানি সেনা প্রধান?

Asim Munir On India he warns New Delhi big statement viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ভারত যেন আর কোনও রকম ভুল ধারণার মধ্যে না থাকে। ফের কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে রাওয়ালপিন্ডি আরও দ্রুত এবং কড়া জবাব দেবে।” পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রধান বা সেনা সর্বাধিনায়কের নতুন পদ পেতেই প্রথম বক্তৃতাতেই সরাসরি নয়া দিল্লিকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বে-সর্বা আসিম মুনির (Asim Munir On India)। এক কথায় নতুন করে সংঘাত নিয়ে ভারতকে সাবধান করলেন পশ্চিমের দেশের সেনাপ্রধান।

ভারতকে ফের লাল চোখ দেখাচ্ছেন মুনির!

এতদিন পাকিস্তান সেনাবাহিনীতে ফিল্ড মার্শালের পদ সাংবিধানিক ছিল না। মূলত সে কারণেই আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি করতে এবং তাঁর পদ সাংবিধানিক করার জন্যই উদগ্রীব হয়ে ওঠে শেহবাজ শরীফ সরকার। পাকিস্তানের সংবিধান সংশোধন করে বিল পাস করিয়ে নেয় তারা। আর তারপরই তৈরি হয় মনিরের নতুন পদ। পাকিস্তান সেনার সর্বাধিনায়ক হিসেবে সোমবার প্রথম বক্তৃতা দিতে গিয়েই তিন শাখার উদ্দেশ্যে বার্তা দেওয়ার সময় ভারতকে সরাসরি নিশানা করে বসেন মুনির।

পাকিস্তানের এই ক্ষমতাশালী ব্যক্তি নয়া দিল্লিকে টার্গেট করে একেবারে স্পষ্ট বলেন, “ভারত যেন আর ভুল ধারণার শিকার না হয়। এবার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত এবং কড়া।” বলাই বাহুল্য, গত মে মাসে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা দেখেছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের হাত ধরে পশ্চিমের দেশের বুকের উপর দাপাদাপি করেছে ভারতের বীর জাওয়ানরা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। সেই সাথেই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। আর এসবের মধ্যে দিয়েই জোরালো ধাক্কা খেয়েছে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: ইবুসুকি ও হামিদকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল?

শারীরিক ধাক্কার পাশাপাশি আর্থিকভাবেও বড়সড় আঘাত পেয়েছে পশ্চিমের দেশ। কিন্তু তা সত্ত্বেও বড় বড় বাতেলা কমেনি আর্থিক দিক থেকে একেবারে দেউলিয়া হওয়ার পথে এগিয়ে যাওয়া পাকিস্তানের। ভারতকে উদ্দেশ্য করে বারবার পশ্চিমের দেশের তরফে ভেসে এসেছে নানান সব অযৌক্তিক হুঙ্কার। পাকিস্তান সেনাবাহিনীর সমস্ত দায়িত্ব একার কাঁধে তুলে সেই ধারাই অব্যাহত রাখলেন মুনিরও।

Leave a Comment