পন্থের জায়গায় অন্য ব্যাটসম্যান নামাবে টিম ইন্ডিয়া? যা বলছে কনকাশন সাবের নিয়ম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও ফের চোট পেলেন ভারতীয় তারকা ঋষভ পন্থ। এদিন টিম ইন্ডিয়ার মালগাড়ি নিজের কাঁধে করে টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ব্যাটিং করার সময় বলের আঘাতে পায়ে চোট লাগে পন্থের।

যার জেরে বেশ খানিকটা সময় ফিজিওর তত্ত্বাবধানে থাকার পর শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতীয় তারকাকে। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠছে ম্যানচেস্টার টেস্টে পন্থের এমন অবস্থায় ভারত কি এবার বিকল্প ব্যাটসম্যানকে মাঠে নামাবে? ঋষভের পরিবর্ত হিসেবে কি আদৌ দ্বিতীয় ব্যাটসম্যানকে খেলাতে পারবে টিম ইন্ডিয়া? কী বলছে কনকাশন সাবের নিয়ম? জেনে নিন।

কীভাবে চোট লাগে পন্থের?

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে তখন সবে নিজের দাপুটে ইনিংস শুরু করেছিলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান পন্থ। এহেন আবহে, ইংলিশ তারকা ক্রিস ওকসের একটি বল রিভার্স করার চেষ্টা করলে সরাসরি সেটি পন্থের পায়ে গিয়ে লাগে। বলের গতি বেশি থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই পা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে ভারতীয় ক্রিকেটারের। তড়িঘড়ি মাটি ছুটে যান ফিজিও।

চলে দীর্ঘ শুশ্রূষা পর্ব। তবে শেষ চেষ্টা সত্ত্বেও উঠে দাঁড়িয়ে খেলার মতো অবস্থায় ছিলেন না টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ অধিনায়ক। ফলত, যা হওয়ার তাই হয়। মাঠ ছেড়ে বেরিয়ে যান ঋষভ। আর এরপর থেকেই শুভমন সতীর্থকে নিয়ে উঠছে নানান প্রশ্ন। এবার কি তাহলে পন্থের বিকল্প ব্যাটসম্যান বেছে নেবে টিম ইন্ডিয়া? জানতে চাইছেন ভক্তরা।

কী বলছে কনকাশন সাবের নিয়ম?

ঋষভ পন্থের চোট টিম ইন্ডিয়াকে বড় ধাক্কা দিয়েছে। এমতাবস্থায়, ম্যানচেস্টার টেস্টে পন্থের শূন্যস্থান পূরণ করতে ভারত কি কোনও নতুন ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করবে? সমর্থকদের এমন প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে কনকাশন সাবস্টিটিউটের নিয়মে। আসলে কনকাশন সাবের নিয়ম বলছে, ম্যাচ চলাকালীন যদি কোনও খেলোয়াড় মাথায় চোট পান, তবে সে ক্ষেত্রে তাঁর বিকল্প হিসেবে আরেকজন সমগোত্রীয় খেলোয়াড়কে মাঠে নামাতে পারে দল।

তবে পন্থের চোট যেহেতু পায়ে, তাই ভারতীয় তারকার বিকল্প হিসেবে কোনও দ্বিতীয় ব্যাটসম্যানকে খেলাতে পারবে না টিম ইন্ডিয়া। যদিও সূত্র বলছে, বিকল্প হিসেবে কোনও ব্যাটসম্যানকে মাঠে নামাতে না পারলেও, ঋষভের বিকল্প উইকেট কিপার হিসেবে ভারতীয় দলকে সঙ্গ দিতে পারেন ধ্রুব জুরেল।

 

অবশ্যই পড়ুন: এখনই কমছে না দুধ, দইয়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম! GST নিয়ে দুঃসংবাদ

উল্লেখ্য, সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উইকেট রক্ষক ব্যাটসম্যান পন্থকে নিয়ে একটি নতুন আপডেট এসেছে। BCCI জানায়, ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ঋষভের ডান পায়ে ভাল মতো চোট লেগেছে। পরবর্তীতে তাঁকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। তবে চোট সারিয়ে ফের কবে মাঠে ফিরতে পারবেন পন্থ, সেই উত্তর আপাতত অধরা।

Leave a Comment