বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলতে গিয়ে পরপর তিনবার চোট পান সদ্য ভারতীয় দলে কামব্যাক করা ঋষভ পন্থ। তাতে বেশ খানিকটা চিন্তা বেড়েছে টিম ম্যানেজমেন্টের। যদিও আগামী 14 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa Test) মূল টেস্ট সিরিজের প্রথম টেস্টে যে পন্থের বিকল্প হিসেবে তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলকেই দেখা যাবে তা বোঝা গিয়েছিল আগেই। এবার সেটাই হতে চলেছে। পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ইডেন টেস্টে ঋষভের পরিবর্ত হিসেবে খেলবেন উত্তর প্রদেশের তারকা ক্রিকেটার। এও শোনা যাচ্ছে, পন্থ খেললেও বাদ যাবেন না জুরেল।
ফর্ম দেখেই জুরেলকে একাদশে রাখবে ম্যানেজমেন্ট!
চোটের কারণে পন্থ ছিটকে যাওয়ায় লাল বলের ক্রিকেটে ভারতের উইকেট রক্ষক এবং ব্যাটসম্যানের ভূমিকায় নিয়েছিলেন ধ্রুব জুরেল। সর্বশেষ তিন টেস্টেও দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও ক্রমাগত দাপট দেখিয়ে চলেছেন উত্তরপ্রদেশের ব্যাটার। পাশাপাশি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বেসরকারি টেস্টেও দুটি শতরান হাঁকিয়েছেন জুরেল। সব মিলিয়ে, ভারতীয় তারকার এই দুর্দান্ত ফর্মকে আসন্ন টেস্ট সিরিজে কাজে লাগাতে চাইছে বোর্ড।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পন্থ আপাতত চোটে থাকায় আসন্ন 14 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্টে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন জুরেল। বেশ কয়েকটি সূত্র এও বলছে, ঋষভ যদি ফিরেও আসেন তাও জুরেলকে উপেক্ষা করবে না বোর্ড। সেক্ষেত্রেও তাঁকে একজন ব্যাটসম্যানের ভূমিকাতেই দেখা যেতে পারে।
অবশ্যই পড়ুন: ১২ নভেম্বরেই DA মামলার চূড়ান্ত রায়দান? তার আগে বিশেষ বার্তা কর্মী সংগঠনের নেতার
বাদ পড়তে পারেন নীতিশ কুমার রেড্ডি
শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লি টেস্টে খেলেছিলেন নীতিশ কুমার রেড্ডি। যদিও এর আগে জল্পনা বেড়েছিল নীতিশকে বসিয়ে দেবদূত পাডিক্কালকে খেলানো হতে পারে, তবে সেই সম্ভাবনা সত্যি হয়নি। বোলিং এর সুযোগ না পেলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট করেছিলেন নীতিশ। তবে ওয়াকিবহাল মহলের দাবি, কলকাতা টেস্টে তাঁকে একাদশে নাও রাখতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রিয় মুখ নীতিশের জায়গাটিও পেয়ে যেতে পারেন জুরেল। এছাড়াও ভারতীয় টেস্ট দলের তিন নম্বরে একজন স্থায়ী ব্যাটসম্যান খুঁজে ম্যানেজমেন্ট। যদিও গত টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন। তবে জুরেলের ফর্ম দেখে তাঁকে এই পজিশনে খেলানো যায় কিনা সেটাও বিবেচনা করছেন টিম ইন্ডিয়ার নীতি নির্ধারকরা।