পরকীয়ার মাশুল? গোবরডাঙায় মহিলার ভয়ঙ্কর পরিণতি, নিখোঁজ স্বামী! পলাতক দেওর

Gobardanga

সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙায় (Gobardanga) ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। গৃহবধূকেই খুন করেই পালিয়ে গেল তাঁর দেওর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ১০ বছর আগে তাঁর স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর দেওর প্রদীপ দত্তের সঙ্গেই থাকতেন ওই মহিলা মিঠু দত্ত। বিয়ে না হলেও একসঙ্গেই তাঁরা থাকতেন, এমনকি তাদের মধ্যে পরকীয়ার সম্পর্কও রয়েছে।

কীভাবে ঘটল এই ঘটনা?

স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ওই মহিলার দুই ছেলে তাঁদের মা’কে দেখতে না পেয়ে ঘরে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তী সময়ে তাঁরা দেখতে পায় যে ঘরের খাটের নীচে কম্বল প্যাচানো অবস্থায় তাঁর মায়ের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে গোবরডাঙা পুলিশ। ওই মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওই গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি অভিযুক্ত দেওর প্রদীপ দত্ত বর্তমানে পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে কেন এই খুন করা হল এবং নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, এখনও পর্যন্ত স্পষ্ট উঠে আসেনি।

মৃত মহিলার ছেলে কী বলছে?

উল্লেখ্য, মৃত মহিলা মিঠু দত্তের ছোট ছেলে আদর্শ দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছে, কীভাবে মার্ডার করা হল আমি জানি না। তবে মনে হচ্ছে গলায় ফাঁস দেওয়া হয়েছে। আর আমার কাকা’ই এই কাজ করেছে। তবে তাঁর কাকা কেন এরকম সিদ্ধান্ত নিল জানতে চাওয়া হলে সে বলে, আমি ঠিক জানি না। হয়তো কোনও কথা কাটাকাটি হয়েছিল, ঝামেলা হয়েছিল। এমনকি কখন এই ঘটনা ঘটেছে জানতে চাওয়া হলে সে বলে, সকালবেলা দাদা বাড়িতে থাকে না, আর আমিও কিছুক্ষণ বাড়ি ছিলাম না। আমার মনে হচ্ছে, তখনই এই কাজ করেছে।

আরও পড়ুনঃ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ওলি, নেপাল ছেড়ে পালাচ্ছেন মন্ত্রীরা, গন্তব্য কোন দেশ?

স্থানীয় এক মহিলা জানাচ্ছে, যিনি মার্ডার হয়েছে তাঁর স্বামী ১২ বছর ধরে নিখোঁজ। তাঁর কোনও খোঁজখবর নেই। তবে ৫-৬ বছর ধরে উনার দেওরের সঙ্গেই উনি থাকতেন। কোনও বিয়ে-থাওয়া করেনি। পরকীয়া আছে বলেই সবাই জানে। দুই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। যখন ওরা এই ব্যাপারে জানতে পারবে, তখন সমস্যা হতে পারে। সেজন্যই হয়তো খুন করেছে। আমাদের প্রাথমিক ধারণা এটাই।

Leave a Comment