পরশুরামের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর জলসার মেগার, এ সপ্তাহে টিআরপি তালিকায় সেরা কে?

TRP List

সহেলি মিত্র, কলকাতা: প্রতি সপ্তাহে, ছোট পর্দার সিরিয়ালগুলির টিআরপি লিস্ট (TRP List) প্রকাশিত হয়। এই টিআরপি তালিকা থেকেই বোঝা যায় কোন মেগাগুলি দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কোনগুলি শীর্ষে রয়েছে। এই সপ্তাহের টিআরপি রিপোর্টেঅ কিন্তু উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য করা গেছে। কিছু মেগা যেমন টিআরপি তালিকায় তাদের অবস্থান ধরে রেখেছে, আবার কিছু বাদ পড়েছে। চলুন আরও বিশদে জেনে নেবেন।

বেঙ্গল টপার হল কোন মেগা?

এমনিতে কোন সিরিয়াল কত ভালো ফল করবে সেটা জানা যায় প্রতি বৃহস্পতিবার। প্রতিটি পরীক্ষার যেমন ফলাফল বেরোয় ঠিক তেমনই প্রতিটি বাংলা সিরিয়ালগুলিরও রেজাল্ট বেরোয় লক্ষ্মীবারে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। প্রতি সপ্তাহে কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে সেটা জানার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন বাংলার দর্শকরা। এই জানলে অবাক হবেন, এই সপ্তাহে যে মেগাটি বেঙ্গল টপার হয়েছে সেটির নাম শুনে। আপনিও কি জানতে ইচ্ছুক যে চলতি সপ্তাহে কোন মেগার মাথায় সেরার মুকুট উঠেছে? তাহলে আর অপেক্ষা দীর্ঘ না করে জানিয়ে রাখি, একটানা এই সপ্তাহেও বেঙ্গল টপার হল স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’, যা কিনা রেকর্ড।

জানা গিয়েছে, চলতি সপ্তাহে ৭.০ রেটিংস পেয়ে প্রথম হয়েছে পরশুরাম। অপরদিকে শুরু থেকেই ভালো করে এগিয়ে রয়েছে জলসার অপর একটি মেগা বিদ্যা ব্যানার্জী। এই সপ্তাহে মেগাটির প্রাপ্ত রেটিংস ৬. ৮। ভালো ফল করেছে জি বাংলার পরিণীতাও, পেয়েছে ৬.৭ রেটিংস।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরশুরাম 7.0
  • দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি 6.8
  • তৃতীয়- পরিণীতা 6.7
  • চতুর্থ- চিরসখা 6.5
  • পঞ্চম- রাঙামতি 6.2

এর পাশাপাশি ট্রেন্ডিং- এ রয়েছে মিলন হবে কত দিনে (Opening) 4.2, কনে দেখা আলো 5.4, কম্পাস 5.0
তুই আমার হিরো 5.1।

Leave a Comment