বিক্রম ব্যানার্জী, কলকাতা: এর আগে মেন্টর, ডিরেক্টর অফ ক্রিকেটের, BCCI প্রেসিডেন্ট, এই সমস্ত শব্দবন্ধ বসেছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নামের পাশে। তবে প্রধান কোচের দায়িত্বটা পেয়েছিলেন প্রথমবার। তবে শুরুতেই সেই দায়িত্বে ব্যর্থ মহারাজ। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ। সেখানেই জোহানেসবার্গ সুপার কিংসের সামনে মুখ থুবড়ে পড়ল তাঁর দল। এক কথায়, প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেতেই ব্যর্থ গাঙ্গুলি।
শক্তিশালী দল গড়েও ব্যর্থ সৌরভ
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের নিলাম থেকে কোটি টাকা খরচ করে নামি দামি প্লেয়ারদের দলে টেনে প্রিটোরিয়া ক্যাপিটালসের শক্তি বাড়িয়েছিলেন তিনি। তবে শক্তিশালী দল গড়েও জোহানেসবার্গের সামনে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারল না সৌরভের দল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রান করেছিল জোহানেসবার্গ। প্রতিপক্ষের রান দেখে ক্যাপিটালসের ভক্তরা ভেবেই নিয়েছিলেন হয়তো সহজে রান তাড়া করে জিতে যাবে প্রিটোরিয়ার। তবে সময়ের সাথে সাথে বদলে গেল ভাবনা।
অবশ্যই পড়ুন: ডলারের উপর নির্ভরতার দিন শেষ, প্রচুর পরিমাণ সোনা কিনছে ব্রিকস! বদলে যাবে অর্থনীতি?
এদিন ইনিংসের শুরুটা ব্যাট হাতে ভালই করেছিলেন সৌরভের দলের দুই ওপেনার উইল স্মিদ এবং ব্রাইস পার্সনস। তবে 9 ওভারে পৌঁছে বদলে গেল ছবি। আউট হয়ে মাঠ ছাড়লেন স্মিদ। তাতে বেশ ধাক্কা খায় প্রিটোরিয়া। সেখান থেকেই ক্রমাগত উইকেট হারিয়ে 89 রানে 5 উইকেটে পৌঁছয় সৌরভের দল। এরপর আর কী! দুর্বল ব্যাটিং অর্ডার নিয়ে নির্ধারিত 20 ওভারে 146 রানের বেশি তুলতে পারেনি প্রিটোরিয়া। তাতেই 9 উইকেট ভেঙে 22 রানে জয় তুলে নেয় সুপার কিংস।
অবশ্যই পড়ুন: আজিমগঞ্জ থেকে দীঘা অবধি চলুক বন্দে ভারত, রেলের কাছে গেল প্রস্তাব
উল্লেখ্য, গত সিজনে পয়েন্ট তালিকার 5 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল প্রিটোরিয়া। মূলত সে কারণেই নতুন সিজনে ছন্দে ফিরতে সৌরভ গঙ্গলির উপর ভরসা রেখেছিল ক্যাপিটালসের ম্যানেজমেন্ট। তবে প্রধান কোচের বড় দায়িত্ব পাওয়ার পরেই পরাজয় দিয়ে প্রিটোরিয়ায় যাত্রা শুরু করলেন গাঙ্গুলি।