সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষা নিয়ে কড়াকড়ি নিশ্চিত করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, বছর ঘুরলেই রয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার। ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চতুর্থ সেমেস্টার। চলবে ২৭ ফেব্রুয়ারি অবধি। তবে এই পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা কোনওরকম টুকলি না করতে পারে সেজন্য পরিক্ষাকেন্দ্রের মূল গেটে বসতে চলেছে নজরদারি ক্যামেরা। আর এই ক্যামেরা যাতে লাগাতার রেকর্ডিং করে সেটা বাধ্যতামূলক করেছে শিক্ষা সংসদ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ
শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে, ওই রেকর্ডিং পরীক্ষা শেষ হওয়ার পড়েও দুমাস অবধি অর্থাৎ টানা ৩০ এপ্রিল অবধি সংরক্ষণ করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশিকা স্কুলগুলিকে পাঠাতে শুরু করেছে সংসদ। আর এই নির্দেশ প্রতিটি স্কুলকে মানতেই হবে। এই পদক্ষেপের লক্ষ্য প্রশ্নপত্রের গোপনীয়তা এবং পরীক্ষার পবিত্রতা বজায় রাখা।
কাউন্সিল আরও নির্দেশ দিয়েছে যে পরীক্ষার দু মাস পড় অবধি ভেন্যু সুপারভাইজারদের দ্বারা সমস্ত সিসিটিভি ফুটেজ নিরাপদে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ রেকর্ডিংগুলি পরিদর্শন করতে পারে। দুটি করে ক্যামেরা রাখতেই হবে। কাউন্সিল সতর্ক করে দিয়েছে যে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেনি, এমন স্কুলগুলিকে আগামী বছর পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হবে না।
কী বলছেন সংসদ সভাপতি?
উল্লেখ্য, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পরীক্ষায় রেকর্ডিংয়ে জোর দেওয়া হয়েছিল। কিন্তু অনেক পরীক্ষাকেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার ফলে ক্যামেরা চললেও রেকর্ডিং পাওয়া যায়নি। সংসদের বক্তব্য, অতীতে অনেক রেকর্ডিংয়েই দেখা গিয়েছে, সময়-তারিখ-বছর ভুল রয়েছে। তবে এবারে দিন-তারিখের গোলমাল হলে আইনি সমস্যা তৈরি হতে পারে বলে জানিয়েছে সংসদ। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
আরও পড়ুনঃ কমবে গাড়ি, বাড়ি, ব্যক্তিগত ঋণের EMI! সুদের হার অনেকটাই কমাল SBI
তিনি বলেন, ‘নজরদারি ক্যামেরা থাকতে হবে পরীক্ষাকেন্দ্রে। আবার তাতে যেন যথাযথ ভাবে ভিডিও রেকর্ডিং হয়, তাও সুনিশ্চিত করতে হবে। স্কুলগুলিকে সতর্ক থাকতে হবে। পরীক্ষা চলাকালীন ভেন্যু সুপারভাইজার যাতে মোবাইল নিয়ে কক্ষে ঢুকবেন না, এটাও সুনিশ্চিত করতে হবে। এ ব্যাপারে পরীক্ষাকেন্দ্র হিসাবে চিহ্নিত স্কুলের প্রধান শিক্ষকের উপর যাবতীয় দায় বর্তাবে। ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা।’ ক্যামেরা ছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটার ডিটেক্টর রাখা বাধ্যতামূলক করেছে সরকার।