পরীক্ষা ছাড়াই চাকরি! ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডে ১১২৩ শূন্যপদে নিয়োগ

ECL Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে কার্যরত কেন্দ্রীয় খনি সংস্থা ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের তরফ থেকে 1123 শূন্যপদে নিয়োগের (ECL Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন গ্রহণের শেষ তারিখ 11 সেপ্টেম্বর, 2025।

তবে কারা আবেদন করতে পারবেন, কোন কোন পদ রয়েছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, আবেদন করবেন কীভাবে, নিয়োগ করা হবে কীভাবে, সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

এখানে পোস্ট গ্রাজুয়েট প্রাকটিকাল ট্রেনিং পদে 280 জন এবং পোস্ট ডিপ্লোমা প্র্যাকটিকাল ট্রেনিং পদে 843 শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

PGPT পদে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে PDPT পদে আবেদন করতে চাইলে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।

বেতন কাঠামো

PGPT পদে চাকরি পেলে প্রতি মাসে 9000 টাকা বেতন দেওয়া হবে এবং PDPT পদে চাকরি পেলে প্রতি মাসে 8000 টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমা

যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সীমা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা নেই। তবে এখানে আবেদন করার জন্য ন্যূনতম 18 বছর বয়স লাগবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তারপর শর্টলিস্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। এরপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।  

আরও পড়ুনঃ তিনবার NEET-এ ব্যর্থ! IIT মাদ্রাজের ছাত্র এখন ডেটা সায়েন্টিস্ট

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা easterncoal.nic.in অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

জানিয়ে রাখি, এখানে 9 আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ 11 সেপ্টেম্বর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিশ- Download Now

Leave a Comment