সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। ভারতীয় সেনাবাহিনী আগামী 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হতে যাওয়া 66 তম শর্ট সার্ভিস কমিশন টেক কোর্সের জন্য পুরুষ ও মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ (Indian Army Recruitment 2025) করছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে মোট 369টি শূন্যপদ রয়েছে। এমনকি এখানে নিযুক্ত হলে দেওয়া হবে মোটা অংকের বেতন। তাই যারা ভারতীয় আর্মিতে যোগদান দিতে চান, তাদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ।
কোন কোন পদ রয়েছে, কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
জানা যাচ্ছে, এখানে এসএসসি টেক এবং নন-টেক পদে নিয়োগ করা হবে, যেখানে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ আছে 379টি। যেখানে পুরুষদের জন্য 350টি এবং মহিলাদের জন্য 29টি শূন্যপদ থাকবে। তবে হ্যাঁ, এর ভিতরে বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। তাহলেই আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে সাধারণ প্রার্থীরা আবেদন করতে হলে 20 থেকে 27 বছর বয়স লাগবে। তবে বিধবা প্রার্থীদের আবেদন করার জন্য সর্বোচ্চ 35 বছর বয়স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে না।
বেতন কাঠামো
লেফটেন্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা বেতন দেওয়া হবে, ক্যাপ্টেন পদে চাকরি পেলে প্রতি মাসে 61,300 টাকা থেকে 1,39,900 টাকা বেতন দেওয়া হবে, পাশাপাশি মেজর পদে 69,400 টাকা থেকে 2,07,200 টাকা এবং অন্যান্য পদে সর্বোচ্চ 2,50,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের শর্টলিস্টিং, ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা এখানে হবে না।
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটি থেকে তেল উত্তোলনের স্বপ্ন দেখছিল আমেরিকা, তাঁর আগেই জঙ্গি হামলার হুমকি!
আবেদন পদ্ধতি
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমেই আবেদন সেরে নিতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে আবেদন ফি প্রদান করতে হবে। সবশেষে সাবমিট করে দিতে হবে।
জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে 16 জুলাই থেকে এবং আবেদন চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
অফিসিয়াল নোটিফিকেশন- ডাউনলোড করুন
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।