সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি (SBI Recruitment 2025) জারি করা হয়েছে, যেখানে প্রায় হাজার শূন্যপদ রয়েছে এবং চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই এখানে আবেদন করতে পারছে। সবথেকে বড় ব্যাপার, এই পদে চাকরি করে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
স্টেট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি
ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পেশাল ক্যাডার অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৯৯৬টি। এর মধ্যে ভিপি ওয়েলথ বিভাগে ৫০৬টি, এভিপি ওয়েলথ বিভাগে ২০৬টি এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ বিভাগে ২৮৪ শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। পাশাপাশি এমবিএ বা অন্য কোনও উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদনের জন্য সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো কী রয়েছে?
এখানে পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, যেখানে ভিপি ওয়েলথ বিভাগে চাকরি পেলে মোট ৪৪.৭০ লক্ষ টাকা, এভিপি ওয়েলথ বিভাগে চাকরি পেলে মোট ৩০.২০ লক্ষ টাকা এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ বিভাগে চাকরি পেলে সর্বোচ্চ ৬.২০ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনওরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। চাকরিপ্রার্থীদের আবেদনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। তারপর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর কেরিয়ার সেকশনে গিয়ে “Current Opening” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
- এরপর নতুন আবেদনকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ৭৫০ টাকা ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনওরকম ফি লাগবে না।
আরও পড়ুন: 50MP ক্যামেরা, দারুণ ব্যাটারি ও প্রসেসর! তিন-তিনটি সস্তার ফোন লঞ্চ করছে Samsung
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে ২ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।
State Bank of India Official Notification- Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।